সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে পাথরচাপায় কিশোরের মৃত্যু

প্রতীকী ছবি

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের ওপারে কয়লা আনতে গিয়ে পাথরচাপায় আক্তার হোসেন (১৬) নামে বাংলাদেশি এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে ভারতের অভ্যন্তরে মেঘালয় পাহাড়ের চাংঙ্গেরছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আক্তার হোসেন তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা গ্রামের আবদুন নূরের ছেলে।

লাকমা গ্রামের বাসিন্দা ইউপি সদস্য সাফিল মিয়া জানান, লাকমা গ্রামের অনেকেই ভারতের মেঘালয় পাহাড়ে কয়লা আনতে যান। কয়েকজন শ্রমিক আজ চাংঙ্গেরছড়া এলাকায় গর্ত থেকে কয়লা তোলার সময় ওপর থেকে আক্তার হোসেনের মাথায় পাথর পড়ে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে তার সঙ্গে থাকা অন্যরা লাশ নিয়ে আসেন। খবর পেয়ে টেকেরঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম লাকমা গ্রামে গিয়ে লাশ উদ্ধার করেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।