দুর্গম এলাকায় ঘটনা, ১৯ ঘণ্টা পর লাশ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ির অনিলপাড়ার এই স্থানে গতকাল রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে চারজনকে হত্যা করেছে। আজ দুপুরে পানছড়িতেছবি: প্রথম আলো

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ৪ জনের লাশ ১৯ ঘণ্টা পর আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে পুলিশ। দুর্গম এলাকা হওয়ায় লাশ উদ্ধারে দেরি হয়েছে বলে পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহত চারজনের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

লোগাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয় কুমার চাকমা বলেন, গতকাল সোমবার রাত থেকে লাশ এলাকাবাসী পাহারা দিয়ে রেখেছেন। আজ বিকেল পাঁচটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। এর আগে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি জানান এলাকাবাসী।

পানছড়ি থানার ওসি সফিউল আজম বলেন, এলাকাটি দুর্গম হওয়ায় রাতে পুলিশ লাশ উদ্ধারে যেতে পারেনি। আজ বিকেলে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এর আগে গতকাল বিকেল সোয়া চারটায় খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ঘটনাস্থলে বিজিবি ও পুলিশের একটি দল রওনা হয়েছে। আশা করি, তারা লাশ নিয়ে সন্ধ্যার দিকে ফিরবে। ঘটনাস্থল দুর্গম হওয়ায় ঘটনাস্থলে যেতে দেরি হয়েছে। মরদেহ আনার পর থানায় মামলা করা হবে।’

পানছড়ি বাজার থেকে ছয় কিলোমিটার দূরে পুজগাং বাজার। পুজগাং বাজার থেকে পশ্চিমে লোগাং ছড়া পার হয়ে দুই কিলোমিটার দূরে অনিলপাড়ায় এ ঘটনা ঘটে। আজ দুপুরে ঘটনাস্থল গিয়ে দেখা যায়, পাড়ার শেষ সীমানায় একটি পাহাড়ের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সেখানে একটি বাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল বিপুল চাকমা ও লিটন চাকমার লাশ। বাড়ির উঠানে রুহিনসা ত্রিপুরা ও বাড়ির পেছনে সুনীল ত্রিপুরার লাশ পড়ে ছিল।

গতকাল রাত ১০টার দিকে পানছড়ির দুর্গম এলাকা লোগাং ইউনিয়নের অনিলপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিপুল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সহসভাপতি লিটন চাকমা, পিসিপির কেন্দ্রীয় সহসভাপতি সুনীল ত্রিপুরা ও ইউপিডিএফের সদস্য রুহিনসা ত্রিপুরা। এ ছাড়া পিসিপির সাবেক কেন্দ্রীয় সদস্য হরি কমল ত্রিপুরা, নীতিদত্ত চাকমা ও প্রকাশ ত্রিপুরা নামের তিনজনকে অপহরণ করা হয়েছে। এ ঘটনার জন্য ইউপিডিএফ তাদের প্রতিপক্ষ ইউপিডিএফ-গণতান্ত্রিককে দায়ী করেছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ওই সময় পুজগাং এলাকায় বেশ কয়েকটি গুলির শব্দ শোনা যায়। গোলাগুলির ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপিডিএফ জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, আজ এলাকায় যুব সম্মেলন হওয়ার কথা ছিল। সে জন্যই তাঁরা সেখানে অবস্থান করছিলেন। এ ঘটনার জন্য তিনি ইউপিডিএফ–গণতান্ত্রিককে দায়ী করেন।

তবে ইউপিডিএফের (গণতান্ত্রিক) সভাপতি শ্যামল কান্তি চাকমা বলেন, ‘ঘটনার সঙ্গে আমাদের দল কোনোভাবেই জড়িত নয়। এটা তাদের দলের অভ্যন্তরীণ বিষয়।’

ইউপিডিএফের বাজার বর্জন ও অবরোধের ঘোষণা

চারজনকে হত্যার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে ইউপিডিফ। এর মধ্যে রয়েছে ১৩ থেকে ১৫ ডিসেম্বর প্রতিবাদ সমাবেশ ও শোকসভা, বিভিন্ন স্থানে কালো পতাকা উত্তোলন। ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত পানছড়ি বাজার বর্জন। ১৭ ডিসেম্বর পানছড়ি উপজেলাব্যাপী সাধারণ ধর্মঘট। ১৮ ডিসেম্বর খাগড়াছড়ি জেলাব্যাপী সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের কর্মসূচি দিয়েছে সংগঠনটি।