মেহেরপুরে জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

আটক
প্রতীকী ছবি

মেহেরপুর সদর উপজেলায় জামায়াত ইসলামের বিক্ষোভ সমাবেশ শেষে ১২ নেতা-কর্মীকে আটক করছে পুলিশ। গতকাল রোববার বিকেলে উপজেলার আমঝুপি বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক নেতা-কর্মীরা হলেন—নুরুল হুদা (৫১), পারভেজ হোসেন (৪৪), আসকার আলী (৫৫), সামাদ হোসেন (৫৪), আশিকুর রহমান (৪০), মনিরুল ইসলাম (৪৫), শাজাহান আলী (৫০), পারভেজ মিয়া (৩৮), আবদুল ওহাব (৫৫), কালু শেখ (৪৮), শারজেন আলী (৪৫) ও খবির মিয়া (৪৭)।

জেলা জামায়াতের আমির তাজুল ইসলাম বলেন, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনের দাবিতে জামায়াতের সারা দেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে আমঝুপি বাজারে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় সদর থানার পুলিশ তাঁদের নেতা-কর্মীদের আটক করে। টানা ১৪ বছর ধরে ক্ষমতাসীন সরকার জামায়াতের ওপর জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আমঝুপি বাজার এলাকায় জামায়াতের নেতা-কর্মীরা নাশকতা করার পরিকল্পনা করতে জড়ো হয়েছিলেন। এ সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১২ নেতা-কর্মীকে আটক করেছে। তাঁদের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার মামলা দিয়ে আজ সোমবার আদালতে সোপর্দ করা হবে।