জঙ্গল থেকে উদ্ধার হওয়া নবজাতককে দত্তক পেলেন চিকিৎসক দম্পতি

নবজাতক
প্রতীকী ছবি

ময়মনসিংহের নান্দাইলে জঙ্গল থেকে উদ্ধার হওয়া নবজাতককে দত্তক পেলেন এক নিঃসন্তান চিকিৎসক দম্পতি। গতকাল শনিবার রাতে উপজেলা সমাজসেবা কার্যালয়ে শিশু কল্যাণ বোর্ডের সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইনসান আলী।

আরও পড়ুন

থানা-পুলিশ ও সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে নান্দাইলের মুশুলি ইউনিয়নে নির্জন জঙ্গলের ভেতর থেকে কান্নার আওয়াজ শুনে নবজাতককে উদ্ধার করেন সুরুজ মিয়া নামে এক ব্যক্তি। তিনি ওই ইউনিয়নের মাইজহাটি গ্রামের বাসিন্দা। পরে তিনি শিশুটিকে নিয়ে নান্দাইল মডেল থানায় যান। পুলিশের পরামর্শে তিনি শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর থেকে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুরুজ মিয়া ও তাঁর স্ত্রী লাকী বেগম শিশুটির শয্যাপাশে থাকছেন।

নবজাতকের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রশিদ বলেন, শিশুটির বয়স ২-৫ দিন হতে পারে। সে সম্পূর্ণ সুস্থ ও সবল রয়েছে।

সমাজসেবা কর্মকর্তা ইনসান আলী প্রথম আলোকে বলেন, দত্তক নেওয়ার বিষয়ে চূড়ান্ত করতে উপজেলা সমাজসেবা কার্যালয় গতকাল শনিবার রাতে শিশু কল্যাণ বোর্ডের সভা হয়। সেখানে একাধিক আবেদন পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক দম্পতির আবেদনটি চূড়ান্ত করা হয়। বর্তমান সমাজ ব্যবস্থা ও শিশুটির ভবিষ্যত নিরাপত্তার কথা বিবেচনা করে একটি নিঃসন্তান এবং সচ্ছল দম্পতিকে বেছে নেওয়া হয়েছে। কাগজপত্র প্রস্তুত এবং আইনগত কার্যক্রম শেষ করে আজ বিকেলের মধ্যে শিশুটিকে ওই দম্পতির হাতে তুলে দেওয়া হবে।