যশোরে মরিচখেতে মিলল সোয়া ৯ কেজি সোনা

চৌগাছা উপজেলার শাহজাদপুর সীমান্ত থেকে সোয়া ৯ কেজি ওজনের ৮০টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি
ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছা উপজেলার একটি মরিচখেতে অভিযান চালিয়ে সোয়া ৯ কেজি ওজনের ৮০টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার শাহজাদপুর সীমান্ত থেকে সোনার বারগুলো জব্দ করা হয়।  

বিজিবির যশোর ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, চৌগাছা উপজেলার কাশিপুর-শাহজাদপুর সীমান্তে মৎসমপুরে মরিচখেতের মধ্যে দুজন বাংলাদেশিকে ঘোরাঘুরি করতে দেখেন বিজিবির সদস্যরা। তাঁরা বিজিবি সদস্যদের দেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তখন ভারতের সীমান্ত অঞ্চলে শূন্যরেখার মধ্যে আরও দুজনকে ঘোরাঘুরি করতে দেখে বিজিবির সন্দেহ হয়, তাঁরা কোনো অবৈধ কাজে নিয়োজিত। এ সময় ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশে সীমান্ত অঞ্চলে খেতের মধ্যে অভিযান চালায় বিজিবি।

অভিযানে মরিচখেতে মাটির নিচে লুকানো অবস্থায় দুটি কাপড়ের বেল্টের মধ্যে টেপ দিয়ে প্যাঁচানো চারটি বড় সোনার বারের বান্ডিল পাওয়া যায়। যার ওজন ৯ কেজি ২৮০ গ্রাম। আনুমানিক দাম ৮ কোটি ৩৫ লাখ টাকা।

আজ রোববার বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, কাশীপুর ও শাহজাদপুর সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ সোনার চালান ভারতে পাচার করার উদ্দেশ্যে সীমান্তের দিকে নেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই এলাকায় অভিযান চালিয়ে সোয়া ৯ কেজি ওজনের সোনা জব্দ করা হয়। জব্দ করা সোনা আইনি পদক্ষেপের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।