শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও কলরবে হবিগঞ্জে চলছে জিপিএ-৫ সংবর্ধনা

প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে আজ শনিবার শুরু হয়েছে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা। সংবর্ধনা অনুষ্ঠানে হাত উঁচিয়ে মাদক, মিথ্যা, মুখস্থকে ‘না’ বলে শিক্ষার্থীরাছবি: আনিস মাহমুদ

হবিগঞ্জে শুরু হয়েছে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা। আজ শনিবার সকাল থেকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছে প্রায় ৬০০ কৃতী শিক্ষার্থী। শিক্ষার্থীদের উচ্ছ্বাস, কলরবে মুখর হয়ে উঠেছে মিলনায়তন প্রাঙ্গণ।

সারা দেশের ৬৪টি জেলায় এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এবারের উৎসব পাওয়ার্ড বাই বিকাশ। সহযোগিতা করছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

সকাল নয়টার দিকে শিক্ষার্থীদের আগমনের পর প্রথম আলোর বুথ থেকে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও নাশতার প্যাকেট তুলে দেওয়া হয়। মিলনায়তন ভরে ওঠে সকাল ১০টার মধ্যে। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় এ সংবর্ধনা অনুষ্ঠানের।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য জহিরুল হক, হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিন, প্রথম আলোর সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রধান ও নিজস্ব প্রতিবেদক সুমনকুমার দাশ, সংগীতশিল্পী সৈয়দ আশিকুর রহমান ও হবিগঞ্জ বি কে জি সি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাছিমা আক্তার খানম।

শিখো-প্রথম আলো জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীতের মধ্য দিয়ে
ছবি: আনিস মাহমুদ

অনুষ্ঠানটির সঞ্চালনা করে প্রথম আলোর হবিগঞ্জ জেলা প্রতিনিধি হাফিজুর রহমান।
দিনব্যাপী সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য থাকছে ক্রেস্ট, সার্টিফিকেট, প্রথম আলো ই-পেপার (১ মাস) ও চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন, শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স ও ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস বক্স।

অনুষ্ঠানে এসে ভালো লাগার কথা জানায় শিক্ষার্থীদের অনেকেই। হবিগঞ্জের বি কে জি সি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী চিন্ময়ী সূচি বলে, ‘অন্য রকম অনুভূতি হচ্ছে। বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হয়েছে। আনন্দে সময় কাটছে।’

শিক্ষার্থীদের উচ্ছ্বাস, কলরবে মুখর হয়ে ওঠে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন প্রাঙ্গণ
ছবি: আনিস মাহমুদ

হবিগঞ্জ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সুজন রায় বলেছে, ‘এ সংবর্ধনায় এসে সুন্দর সময় কাটছে।’ শিক্ষার্থী মিথিলা ও সৃজন বলেছে, ‘বন্ধুদের সঙ্গে পেয়ে খুব ভালো লাগছে আমাদের। কারণ অনেকেই নানা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়ে দূরে চলে গিয়েছি। এ অনুষ্ঠান সবাইকে এক করেছে।’