নবাবগঞ্জে খেলার সময় মাথায় রড ঢুকে শিশুর মৃত্যু

দিনাজপুর জেলার মানচিত্র

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বাড়ির সামনে হাতে লোহার রড নিয়ে খেলছিল সিয়াম বাবু (৫) ও ওসমান গণি (৫)। সিয়ামের মা দুজনকে খাবার দিয়ে গ্রামে ব্যক্তিগত কাজে দরজিবাড়ি যান। খেলার একপর্যায়ে ওসমান গণির হাতে থাকা লোহার রড সিয়ামের মাথায় ঢুকে যায়। এতে সিয়ামের চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়নের হরিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম বাবু একই গ্রামের জাকির হোসেনের ছেলে। আর ওসমান গণি আবুল হোসেনের ছেলে।

সিয়ামের পরিবারের বরাত দিয়ে স্থানীয় জনপ্রতিনিধি হাফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ দুপুরে বাড়ির সামনে খেলার একপর্যায়ে ওসমান গণির হাতে থাকা লোহার রড সিয়ামের মাথায় ঢুকিয়ে দেয়। এতে সিয়াম চিৎকার শুরু করে। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে সিয়ামকে উদ্ধার করে স্থানীয় দলারদরগা মেমোরিয়াল হাসপাতালে নেন। পরে সেখানকার চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাওহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি। নিহত শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে লাশ হস্তান্তরের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।