খালে ডুবে যাওয়া নাতনিকে উদ্ধার করতে গিয়ে তলিয়ে যান নানিও, দুজনের লাশ উদ্ধার

পানিতে ডুবে মৃত্যুপ্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে খালে গোসলে নেমে ডুবে নানি ও নাতনির মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল চারটার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের সানিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন সানিকপুর গ্রামের শাহানু বেগম (৫০) ও তাঁর নাতনি মুনতাহা আক্তার (৭)। মুনতাহা ওই এলাকার মমতাজ মিয়ার মেয়ে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেলে শাহানু বেগম নাতনি মুনতাহাকে সঙ্গে নিয়ে ধুরুং খালের একটি স্থানে গোসলে নামেন। এ সময় মুনতাহা খালে সাঁতার কাটতে গিয়ে হঠাৎ পানিতে ডুবে যেতে থাকে। নানি তাকে বাঁচাতে গিয়ে নিজেও ডুবে যান। একপর্যায়ে দুজনই তলিয়ে যান।

খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযানে নামে। তবে এর আগেই স্থানীয় লোকজন শাহানু বেগমের মরদেহ উদ্ধার করেন। এরপর দেড় ঘণ্টা পর ঘটনাস্থলের কাছ থেকে মুনতাহার মরদেহও উদ্ধার করা হয়।

ফটিকছড়ি ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার মোহাম্মদ কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘নানি-নাতনি গোসল করতে গিয়ে নিখোঁজ হন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং উদ্ধারকাজে অংশ নিই। এর আগেই স্থানীয় লোকজন নানির লাশ উদ্ধার করেন। পরে নাতনির লাশও পাওয়া যায়।’