মানিকগঞ্জে সড়ক উদ্ধারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, দুর্ভোগ

মানিকগঞ্জের সাটুরিয়ায় চলাচলের একমাত্র সড়ক পুনরুদ্ধারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে গোলড়া গ্রামের বাসিন্দাদের বিক্ষোভ। আজ বেলা ১১টার দিকে সকালে গোলড়া গ্রাম–সংলগ্ন মহাসড়কেছবি: প্রথম আলো

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় একটি সড়ক পুনরুদ্ধারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি গ্রামের বাসিন্দারা। এতে মহাসড়কের দুই পাশে প্রায় ছয় কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সড়কে আটকে ভোগান্তিতে পড়েন সংশ্লিষ্ট যাত্রী, চালক ও অন্যরা।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয় উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোলড়া গ্রামের শতাধিক বাসিন্দা। একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। বিকেল সাড়ে ৪টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।

এলাকাবাসীরা জানান, যাতায়াতের জন্য গোলড়া গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে একটি সড়ক ব্যবহার করতেন। রাস্তাটি তারাসিমা অ্যাপারেলস ও পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠানের ভেতর দিয়ে গ্রামের দিকে গেছে। সম্প্রতি প্রতিষ্ঠান দুটির লোকজন রাস্তার মুখে দেয়াল তুলে দেন। এতে সড়কটি বন্ধ হয়ে গ্রামবাসীর চলাচল ব্যাহত হয়। রাস্তাটি পুনরুদ্ধারের দাবিতে আজ প্রতিষ্ঠান দুটির ফটকসংলগ্ন মহাসড়কে অবস্থান নেন গ্রামবাসীরা।

পরে খবর পেয়ে সেখানে যায় উপজেলা প্রশাসন। তাঁরা সমস্যার সমাধানে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করছেন বলে জানা গেছে। তবে বিক্ষোভকারীরা বলছেন, সড়কটি না খুলে দেওয়া পর্যন্ত তাঁরা মহাসড়ক ছাড়বেন না।

দ্রুত বিষয়টির সমাধান হবে বলে আশা প্রকাশ করেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুল ইসলাম। তিনি বলেন, এ অবরোধের কারণে মহাসড়কে ব্যাপক যানজট তৈরি হয়েছে। সমস্যার সমাধানে উভয় পক্ষের সঙ্গেই আলোচনা করা হলে বিকেল সাড়ে ৪টার দিকে গ্রামবাসী অবরোধ প্রত্যাহার করে নেন।