চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির অ্যানাটমি ও হিস্টোলজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ লুৎফুর রহমান। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে চার বছরের জন্য তাঁকে নিয়োগ দেওয়া হয়।
এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় আইন ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক মোহাম্মদ লুৎফুর রহমানকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর পদত্যাগ করেন সিভাসুর তৎকালীন উপাচার্য এ এস এম লুৎফুল আহসান। গত ১৫ সেপ্টেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি।
এরপর নিজেদের ক্যাম্পাস থেকে উপাচার্য নিয়োগ দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ১৯ সেপ্টেম্বর উপাচার্য নিয়োগের আবেদন জানিয়ে চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তাঁরা। আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত নন এবং সিভাসুরই অধ্যাপক কাউকে উপাচার্য পদে নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়। এই দাবিতে ক্যাম্পাসে ব্লকেড ও সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষার্থীরা।