৫০ লাখ টাকার নিচে কোনো ডাকাতিতে জড়াতেন না সাগর ও তাঁর সহযোগীরা
কারাগারে থাকতে বিভিন্ন অঞ্চলের বন্দীদের সঙ্গে সাগর বাড়ইয়ের (৪০) পরিচয় হয়। তাঁদের ডাকাতির কাজে সোর্স (তথ্যদাতা) হিসেবে বেছে নেন সাগর। তাঁদের মাধ্যমেই বড় অঙ্কের টাকা নিয়ে কে কোথায় যাচ্ছেন, খবর পেতেন। পথে অস্ত্রের মুখে সেই টাকা ডাকাতি করে নিতেন সাগর ও তাঁর সহযোগীরা। তবে সাগর বাড়ইয়ের দাবি, তাঁরা ৫০ লাখ টাকার নিচে কোনো ডাকাতিতে জড়াতেন না। পাশাপাশি কারও বাড়িতেও ডাকাতি করতেন না।
পুলিশের হাতে গ্রেপ্তার সাগর বাড়ই জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানিয়েছেন। তাঁর কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পিস্তল, ৭টি গুলি ও ১টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
টাঙ্গাইলের মির্জাপুরে গত ২২ মার্চ এক মহিষ ব্যবসায়ীর ৭৮ লাখ টাকা ছিনতাই হয়। এই ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাগর বাড়ইকে গতকাল রোববার পুলিশ ঢাকা থেকে গ্রেপ্তার করেছে।
আজ সোমবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান তাঁর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, এই ডাকাতির ঘটনায় মিলন ও ইসমাইল নামের দুজনকে এর আগে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও মির্জাপুর থানা-পুলিশের সমন্বয়ে গঠিত একটি টিম গতকাল ঢাকায় অভিযান চালায়। খিলগাঁও এলাকা থেকে সাগর বাড়ইকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত পিস্তল ও গুলি মির্জাপুরে মহাসড়কের পাশের একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আহসানুজ্জামান জানান, গ্রেপ্তার সাগর বাড়ইয়ের বাড়ি গোপালগঞ্জে। তিনি আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র, দস্যুতাসহ বিভিন্ন মামলা রয়েছে।
জিজ্ঞাসাবাদে সাগর জানিয়েছেন, তিনি কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে পাঁচ বছর বন্দী ছিলেন। প্রায় বছরখানেক আগে কারাগার থেকে বের হন। তারপর ডাকাতি করার জন্য একটি দল গঠন করেন। তাঁদের দলে ৮ থেকে ১০ জন সদস্য রয়েছেন। কারাগারে থাকাকালে বিভিন্ন এলাকার বন্দীদের সঙ্গে পরিচয় হয়। সেসব বন্দীর মাধ্যমে মানুষের টাকা নিয়ে যাতায়াতের খবর পেতেন। তাঁরা কখনো মানুষের বাড়িতে ডাকাতি করতেন না। টার্গেট ব্যক্তি টাকা নিয়ে চলাচলের সময় রাস্তায় আটকে তাঁর টাকা ডাকাতি করতেন। দেশের বিভিন্ন এলাকায় গিয়ে ডাকাতি করতেন তাঁরা।
পুলিশ জানায়, গ্রেপ্তার সাগরের বিরুদ্ধে মির্জাপুর থানার এসআই মোখলেসুর রহমান বাদী হয়ে গতকাল অস্ত্র আইনে একটি মামলা করেছেন। অস্ত্র মামলায় ৭ দিনের এবং ডাকাতি মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে সাগরকে আদালতে পাঠানো হয়েছে।