কুড়িগ্রামে ‘জিনের বাদশাহ’ প্রতারক চক্রের এক যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা থেকে ‘জিনের বাদশাহ’ পরিচয়ে গুপ্তধন দেওয়ার নামে প্রতারণা করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে নকল স্বর্ণের প্রলেপ দেওয়া একটি পুতুল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার যুবকের নাম আবদুর রশীদ (৩৫)। তাঁর বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাড়িয়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবদুর রশীদ উপজেলার নতুনহাট এলাকার আকবর আলীর স্ত্রী ফয়ের জানকে মুঠোফোনে কল করে নিজেকে ‘জিনের বাদশাহ’ বলে পরিচয় দেন। ফয়ের জানকে ‘গুপ্তধন’ দেওয়ার কথা বলে বিকাশের মাধ্যমে টাকা দাবি করেন। টাকা না দিলে তাঁর স্বামী-সন্তান মারা যাবেন—এমন ভয়-ভীতি দেখিয়ে অনেক টাকাও হাতিয়ে নিয়েছেন। গতকাল ফয়ের জানকে ‘গুপ্তধন’ হিসেবে নকল স্বর্ণের প্রলেপ দেওয়া একটি পুতুল দিতে নতুনহাট এলাকায় আসেন তিনি। এ সময় তাঁর চলাফেরায় সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশকে খবর দেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাঁকে আটক করে। এ ঘটনায় নতুনহাট এলাকার বাসিন্দা আকবর আলীর ছেলে খয়বর আলী বাদী হয়ে প্রতারণার মামলা করেন। সে মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার আদালতে পাঠানো হবে।

চর ভূরুঙ্গমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মানিক উদ্দিন বলেন, প্রতারক আবদুর রশীদ ওই নারীকে ‘গুপ্তধন’ দিয়ে আরও দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ার জন্য নতুনহাট এলাকায় আসেন। গতকাল সন্ধ্যায় বাজারে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে গ্রাম পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।