রায়পুরায় নদীতে গোসলে নেমে ট্রলারের পাখায় ক্ষতবিক্ষত বৃদ্ধা, কবজি বিচ্ছিন্ন

নরসিংদী জেলার মানচিত্র

নরসিংদীর রায়পুরা উপজেলায় যাত্রীবাহী ট্রলারের পাখার আঘাতে নদীতে গোসলরত এক নারীর বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁর নাম সাহারা বেগম (৭৫)। গতকাল সোমবার বিকেল চারটার দিকে উপজেলার চানপুর ইউনিয়নের সদাগরকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে সাহারা বেগম জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন।

সাহারা বেগম (৭৫) উপজেলার চানপুর ইউনিয়নের সদাগরকান্দি গ্রামের বাসিন্দা।

স্থানীয় লোকজন জানান, গতকাল বিকেল চারটার দিকে নবীনগর থেকে যাত্রী নিয়ে আসা একটি ট্রলার সদাগরকান্দি ঘাটে থামে। সব যাত্রী নেমে গেলে ট্রলারটি ফিরে যাওয়ার জন্য ইঞ্জিন চালু করে। ওই জায়গাতেই গোসল করছিলেন সাহারা বেগম। একপর্যায়ে চলন্ত ট্রলারের পাখায় তাঁর শাড়ি জড়িয়ে গেলে শরীর ক্ষতবিক্ষত হয় এবং বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রলারটি ঘটনাস্থল ত্যাগ করলে ওই নারীর ক্ষতবিক্ষত শরীর নদীতে ভেসে ওঠে। স্থানীয় লোকজন তাঁকে তীরে তুলে এনে স্বজনদের খবর দেন। স্বজনেরা তাঁকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রওনা হন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাতেই তাঁকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে চানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমেন সরকার ও রায়পুরা থানার সহকারী উপপরিদর্শক মো. মাসুদ আহমেদ ঘটনাস্থলে আসেন। তাঁরা ওই ট্রলারের মাঝি আলেক মিয়াকে ফোন করে সদাগরকান্দি ঘাটে আনেন। পরে সন্ধ্যার দিকে ট্রলারটির পাখা থেকে বিচ্ছিন্ন হওয়া বাঁ হাতের কবজি উদ্ধার করা হয়। মোমেন সরকার জানান, ‘ট্রলারটি আমার হেফাজতে আছে।’

সাহারা বেগমের নাতি সগীর আহমেদ জানান, নানির শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাঁর রক্তের গ্রুপ এ নেগেটিভ হওয়ায় রক্তদাতা পাওয়া যাচ্ছে না। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান, আহত নারীকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ট্রলারটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।