নওগাঁয় বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের লাঠিপেটার অভিযোগ

নওগাঁয় নওজোয়ান মাঠে বাধা পেয়ে শহরের কেডির মোড়ে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। এতে বক্তব্য দেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
ছবি: প্রথম আলো

নওগাঁয় বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশ লাঠিপেটা করেছে বলে অভিযোগ করেছে দলটি। শুক্রবার বেলা দুইটার দিকে পূর্বঘোষিত সমাবেশস্থল নওগাঁ শহরের নওজোয়ান মাঠে সমবেত হওয়ার চেষ্টা করেন বিএনপির নেতা–কর্মীরা। এ সময় পুলিশ তাঁদের বাধা দেয়।

বিএনপির নেতা–কর্মীরা বাধা উপেক্ষা করে নওজোয়ান মাঠে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে তাঁদের সরিয়ে দেয়। পরে তাঁরা শহরের কেডির মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চে সমাবেশ করেন।

তবে নওজোয়ান মাঠে সমাবেশ করার অনুমতি ছিল না বলে দাবি করেছেন নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান।

তিনি প্রথম আলোকে বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ওই মাঠে পুলিশ মোতায়েন ছিল। বিএনপির কিছু নেতা–কর্মী সেখানে সমবেত হওয়ার চেষ্টা করেছিলেন। তবে পুলিশ সদস্যরা তাঁদের সেখান থেকে বুঝিয়ে সরিয়ে দেন। সেখানে লাঠিপেটা করা হয়নি।’

জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘শুক্রবার বেলা তিনটায় শহরের নওজোয়ান মাঠে সমাবেশ করার জন্য তিন-চার দিন আগে জেলা প্রশাসকের কাছে আবেদন করি। জেলা প্রশাসক আমাদের সেখানে সমাবেশ করার জন্য মৌখিকভাবে সম্মতি দেন। কিন্তু গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নওজোয়ান মাঠে সমাবেশের জন্য মঞ্চ করতে গেলে পুলিশ বাধা দেয়। এরপর আমরা সিদ্ধান্ত নিই, নওজোয়ান মাঠে মঞ্চ ছাড়াই সমাবেশ করব। সে অনুযায়ী নেতা–কর্মীরা আজ দুপুর থেকে সমাবেশস্থলে গেলে পুলিশ লাঠিপেটা করে তাঁদের সরিয়ে দেয়। পরে আমরা কেডির মোড়ে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করি। শুধু সমাবেশস্থলেই নয়, নেতা–কর্মীরা বিভিন্ন উপজেলা থেকে আসার পথে পদে পদে বাধার সম্মুখীন হয়েছেন। এরপরও সমাবেশে হাজার হাজার নেতা–কর্মী এসেছেন।’

এদিকে শহরের কেডির মোড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিএনপির নেতা–কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘শিগগিরই নতুন আন্দোলনের ডাক আসবে। এই আন্দোলনকে আমরা আগামী জুন মাসের মধ্যে একটা যৌক্তিক অবস্থানে নিয়ে যাব। বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের জন্য যা যা করা দরকার, সব করা হবে।’

জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল লতিফ খান, বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষিবিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য শামসুজ্জোহা খান, সহসমবায়বিষয়ক সম্পাদক ও নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক, বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবদুল মতিন প্রমুখ।