ওসমানী বিমানবন্দর এলাকায় শতাধিক দোকানপাট উচ্ছেদ

সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর
ফাইল ছবি

সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমাননবন্দর এলাকায় অভিযান চালিয়ে শতাধিক দোকানপাট উচ্ছেদ করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। আজ শনিবার সকালে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের বড়শালা নয়াবাজারে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

স্থানীয় ও সিভিল এভিয়েশন সূত্রে জানা গেছে, দেশ স্বাধীন হওয়ার দুই বছর পর বড়শালার নয়াবাজার চালু হয়। বাজারে শত শত দোকান আছে। বাজারের কাঁচাবাজার অংশ সদর উপজেলা প্রশাসন থেকে লিজ দেওয়া হয়। বাকি অংশের মালিকানা প্রতিরক্ষা বিভাগের। সম্প্রতি বাজারের ওই জায়গা প্রতিরক্ষা বিভাগ থেকে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের পর উচ্ছেদ অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় বিমানবন্দরের পাশে উচ্ছেদ অভিযান চালানো হয়। এর পরপরই বড়শালার নয়াবাজারের ব্যবসায়ীদের মালামাল সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়। কিন্তু ব্যবসায়ীরা বকেয়া টাকা উত্তোলনের জন্য সময় নিয়েছিলেন।

বড়শালা নয়াবাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি আবদুল মজিদ বলেন, ‘আমরা শুনেছি, প্রতিরক্ষা বিভাগ জায়গা সিভিল এভিয়েশনকে দিয়েছে। সিভিল এভিয়েশন জায়গা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আওতায় নিতে উচ্ছেদ অভিযান চালিয়েছে।’

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, প্রতিরক্ষা বিভাগ থেকে সিভিল এভিয়েশন জায়গা পেয়েছে। সম্পত্তি রক্ষায় বাজারে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। জায়গাগুলো ওসমানী বিমানবন্দরের আওতায় আনতে সীমানাপ্রাচীর নির্মাণের পরিকল্পনা রয়েছে।