টঙ্গীতে আড্ডার সময় দুই বন্ধুর ওপর হামলা, একজনকে কুপিয়ে হত্যা

হত্যা
প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার রাত পৌনে নয়টার দিকে টঙ্গীর আউচপাড়ার সফিউদ্দিন সড়কের মেরিট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন আরও এক যুবক। উন্নত চিকিৎকার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ওই যুবকের নাম সুমন আহমদ ওরফে তানন (৩২)। তাঁর বাবার নাম সুলতান হক পাটোয়ারী। তাঁদের গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিলে। পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন টঙ্গীর আউচপাড়া এলাকার একটি বাসায়। আহত ওই যুবকের নাম তুহিন (২৬)। তাঁর বাসাও একই এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমন ও তুহিন দুই বন্ধু। রোববার সন্ধ্যার পর থেকেই আউচপাড়ার শফিউদ্দিন সড়কে তাঁরা আড্ডা দিচ্ছিলেন। এর মধ্যেই রাত ৯টার দিকে হঠাৎ ১৫ থেকে ২০ জনের একটি দল হাতে দা, ছোরা নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। একপর্যায়ে সুমন ও তুহিনকে কুপিয়ে জখম করে ফেলে যায়। পরবর্তী সময়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে দ্রুত সুমন ও তুহিনকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে সুমনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অবস্থা গুরুতর হওয়ায় তুহিনকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে সুমনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পিঠে কোপের চিহ্ন রয়েছে। তাঁর ভাষ্য, এটা পূর্বশত্রুতামূলক ঘটনা। নিহত সুমন ও তুহিনের সঙ্গে হামলাকারীদের আগে থেকেই বিবাদ ছিল। তার মধ্যেই রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইতিমধ্যে কয়েকজনকে আটকও করা হয়েছে।