সিলেটে চা-শ্রমিকদের সমাবেশে বকেয়া মজুরি ও রেশন পরিশোধের দাবি
সিলেট শহরে বড়জান, কালাগুলসহ জেলার সব কটি বাগানে শ্রমিকদের বকেয়া মজুরি ও রেশন পরিশোধ এবং অগণতান্ত্রিক গেজেট ২০২৩ বাতিলের দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশন। আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালিত হয়। এতে সংগঠনের নেতা–কর্মীদের পাশাপাশি অনেক চা–শ্রমিক অংশগ্রহণ করেন। এ সময় শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা প্রদান এবং ভূমি অধিকার নিশ্চিতের দাবিও করা হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সিলেট জেলার সাধারণ সম্পাদক অজিত রায়। বক্তব্য দেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সাংগঠনিক কমিটির সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, হিলুয়াছড়া চা-বাগানের রবি মাল, মালনীছড়া চা-বাগানের নমিতা রায়, লাক্কাতুরা চা-বাগানের রনু বাউরি, দলদলি চা-বাগানের শিপন দাশ প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আম্বরখানা এলাকায় গিয়ে শেষ হয়েছে। এর আগে সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১২ সপ্তাহ ধরে কালাগুল, বড়জানসহ সিলেটের চারটি চা-বাগানের শ্রমিকেরা মজুরি পাচ্ছেন না। ছয় সপ্তাহ ধরে তাঁরা রেশনও পাচ্ছেন না। এতে কয়েক হাজার চা-শ্রমিক পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। বস্তুত এ সংকট তৈরি হয়েছে বাগান–মালিকের অনুপস্থিতির কারণে।
বক্তারা জানান, সাধারণত এ সব ক্ষেত্রে শ্রমিকদের মজুরি নিশ্চিতের দায়িত্ব সরকার বা মালিকদের সংগঠকদের। ভুক্তভোগী শ্রমিকেরা ইতিমধ্যে সিলেটের জেলা প্রশাসক ও বিভাগীয় শ্রম দপ্তরের উপপরিচালক বরাবর স্মারকলিপি দিয়েও সমাধান পাননি। এ ছাড়া আওয়ামী লীগের শাসনামলে অগণতান্ত্রিকপন্থায় প্রণিত চা-শ্রমিকদের গেজেট ২০২৩ বাতিলের দাবিও সমাবেশ থেকে জানানো হয়।