কথা দিয়ে নির্বাচনে এনে ‘নিরপেক্ষ নির্বাচন’ করেনি: বিএনএম নেতা

মতবিনিময় সভায় কথা বলেন বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মো. আবু জাফর। মঙ্গলবার ফরিদপুরের মধুখালী প্রেসক্লাব চত্বরেছবি: প্রথম আলো

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মো. আবু জাফর বলেছেন, প্রশাসন নিরপেক্ষ থাকবে কথা দিয়ে তাদের নির্বাচনে এনে ‘নিরপেক্ষ নির্বাচন’ করেনি। তবে এ নির্বাচনকে তাঁরা এখন আর অস্বীকার করতে পারবেন না। সব মেনে তাঁরা এখন দলকে সংগঠিত করবেন। গতকাল মঙ্গলবার ফরিদপুরের মধুখালী প্রেসক্লাব চত্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন–পরবর্তী এক মতবিনিময় সভায় শাহ মো. আবু জাফর এসব কথা বলেন।

কিংস পার্টি হিসেবে পরিচিত বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মো. আবু জাফর বলেন, ‘সাধারণ মানুষ ভোট দিলে জয়লাভ করতাম। কিন্তু আওয়ামী লীগের ভয়ে অনেক ভোটার ভোটকেন্দ্রে যেতে পারেনি। বিএনপির ভয়ে যায়নি, কথা সেটা নয়, বরং আওয়ামী লীগের ভয়েই ভোটাররা ভোটকেন্দ্রে যায়নি। কারণ, ভোটকেন্দ্রে গেলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের চাপে নৌকায় ভোট দিতে হবে, সেই জন্য অনেকেই ভোট দিতে যায়নি।’ কিছু মানুষ বিশ্বাসঘাতকতা করেছে উল্লেখ করে মতবিনিময় সভায় তিনি বলেন, প্রশাসন নিরপেক্ষ থাকলে, কিছু মানুষ বিশ্বাসঘাতকতা না করলে এবং ভোটকেন্দ্রগুলো আওয়ামী লীগের প্রভাবমুক্ত হলে, এই নির্বাচনে তিনি জয়লাভ করতেন।

বিএনএমের ভূমিকার বিষয়ে শাহ মো. আবু জাফর বলেন, ‘সরকার অন্যায় করলে তার বিরুদ্ধে কথা বলব, ভালো করলে তার পক্ষে কথা বলব, এটাই বিএনএমের রাজনীতি। যার দল নেই, তার বল নেই, যার গুষ্টি নেই, তার পুষ্টি নেই। আমাদের ওপর কোনো হামলা হয়নি, কোনো মামলা হয়নি। রাজনীতি করতে গেলে পক্ষে-বিপক্ষে কথা বলতে হবে।’ তিনি বলেন, এখন তাঁর প্রধান কাজ বিএনএমকে সংগঠিত করা। ইউনিয়ন পর্যায়ে সব কমিটি করে দেওয়া হবে। দল যত ছোট–ই হোক, একসময় বড় হবে।

বিএনপি ছেড়ে বিএনএম গঠন করার বিষয়ে শাহ মো. আবু জাফর বলেন, ‘বিএনপি আমার যথাযথ মূল্যায়ন করেনি। যার ফলে আমি নিজে দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করেছি। এখন এ দলকে ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএনএমের মধুখালী উপজেলা শাখার আহ্বায়ক মো. গোলাম মোস্তফা মোল্লা। সঞ্চালনা করেন একই শাখার সদস্যসচিব মিজানুর রহমান।

শাহ মো. আবু জাফর ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী) আসন থেকে বিভিন্ন দলের প্রার্থী হিসেবে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। গত বছরের ২০ অক্টোবর কিংস পার্টি হিসেবে আত্মপ্রকাশ করে বিএনএম। বিএনপির নির্বাহী কমিটির সদস্য পদে থাকা অবস্থায় ওই দিন নবগঠিত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন শাহ মো. আবু জাফর। ৭ জানুয়ারির নির্বাচনে তিনি বিএনএমের প্রার্থী হিসেবে ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারিয়ে পাঁচজন প্রার্থীর মধ্যে তৃতীয় হন।