লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি গুলিবিদ্ধ

লালমনিরহাট জেলার মানচিত্র

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। আজ শনিবার ভোরে দইখাওয়া বিওপি ক্যাম্পসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ তিনজন হলেন হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া আজিম বাজার এলাকার হারুন মিয়ার ছেলে রনি মিয়া (২১), গেন্দুগুড়ি এলাকার বাসিন্দা সুজন চন্দ্র (২১) ও গেন্দুগুড়ি বিলুপ্ত ছিটমহল এলাকার আসির উদ্দিনের ছেলে হাকিম মিয়া (৩৫)। তাঁরা তিনজন গরু চোরাকারবারির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক বলেন, সীমান্তে গরু আনতে গিয়ে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানতে পেরেছেন। গুলিবিদ্ধ হয়ে তাঁরা গোপনে রংপুরে চিকিৎসা নিচ্ছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্রে জানা যায়, গোতামারী ইউনিয়নের দইখাওয়া বিওপি এলাকার সীমান্তের ৯০১ নম্বর মেইন পিলার থেকে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে বান্নিগড়া নামে এলাকায় ঘন কুয়াশার মধ্যে শনিবার ভোরে রনি মিয়া, সুজন, হাকিম মিয়াসহ একদল বাংলাদেশি চোরাকারবারি ভারতের বড়মরিচা গ্রাম থেকে গরু আনতে যান। তাঁরা গরু কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে নিয়ে পারাপার করছিলেন। এ সময় ভারতের কোচবিহার জেলার বড়মরিচা বিএসএফ ক্যাম্পের টহল দল তাঁদের লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে। এতে তিনজন গুলিবিদ্ধ হন।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন দইখাওয়া বিওপি ক্যাম্পের ল্যান্সনায়েক মো. বশির উল্লাহ বলেন, তিনজনের মধ্যে দুজনের পা ও একজনের হাত গুলিবিদ্ধ হয়েছে।
বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি গরু পারাপারকারী আহত হওয়ার বিষয়টি শুনেছেন বলে জানিয়েছেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ।

এর আগে ১৩ ডিসেম্বর রাত ৯টায় হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া সীমান্তে খালেক মাহমুদ ওরফে শান্ত (১৮) নামের এক বাংলাদেশি কলেজছাত্রকে আটক করে বিএসএফ। আটক খালেক মাহমুদ উপজেলার টংভাঙ্গা গ্রামের রমজান আলীর ছেলে। তিনি হাতীবান্ধা এসএস সরকারি উচ্চবিদ্যালয় অ্যান্ড টেকনিক্যাল কলেজের বিএম শাখার উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী। খালেকের বাবা রমজান আলী বলেন, ‘আমার ছেলে কলেজে পড়লেও মানসিকভাবে কিছুটা অসুস্থ। শুনেছি, আমার ছেলেকে বিএসএফ ধরে নিয়ে ভারতের মাথাভাঙ্গা থানা-পুলিশের কাছে সোপর্দ করেছে।’