শ্যামনগরে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, কৃষক নিহত

হত্যা
প্রতীকী ছবি

জমি নিয়ে বিরোধের জের ধরে সাতক্ষীরার শ্যামনগরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাতটার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের হাটতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।

নিহতের নাম আবদুর রাজ্জাক গাজী (৬০)। তিনি হাটতলা গ্রামের মৃত অমেদ আলীর ছেলে।  

এ বিষয়ে রাজ্জাক গাজীর ছোট ভাইয়ের স্ত্রী মনোয়ারা খাতুন জানান, তাঁর ভাসুর আবদুর রাজ্জাক গাজীর সঙ্গে হাটতলা গ্রামের আয়জুল ইসলাম তরফতদারের জমি নিয়ে বিরোধ চলছে। শনিবার সকাল সাতটার দিকে ওই জমিতে কাজ করছিলেন রাজ্জাক। এ সময় প্রতিপক্ষ আয়জুল ইসলাম তরফতদার, তাঁর মা সাহিদা বেগম, চাচি নুরজাহান বেগম ও ভগ্নিপতি ইয়াকুব আলী তাঁর ওপর অতর্কিত হামলা চালান। একপর্যায়ে আয়জুল ইসলাম তরদফদার নেতৃত্বে কয়েকজন রড ও লাঠি দিয়ে রাজ্জাকের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর ভাসুর আবদুর রাজ্জাক অচেতন হয়ে পড়লে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।

শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাফরুল্লাহ জানান, ৩০ কাঠা জমি নিয়ে আবদুর রাজ্জাক গাজী, তাঁর ভাই শাহাদাৎ গাজী ও প্রতিবেশী আয়জুল ইসলামের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে সালিসও হয়েছে। শনিবার সকালে আবদুর রাজ্জাক ওই জমিতে ঘর নির্মাণ করতে গেলে তাঁর ওপর হামলা চালান প্রতিপক্ষের লোকজন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে আয়জুল ইসলাম তরফদার, ইয়াকুব আলী, নুরজাহান বেগম ও সাহিদা বেগমকে আটক করা হয়েছে। বিকেল সোয়া চারটা পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ মামলা করেননি।