পার্বতীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই ব্যক্তি নিহত হলে ঘটনাস্থলে ভিড় জমে যায়। বুধবার সকালে দিনাজপুরের পার্বতীপুরের হাজীর মোড় এলাকায়
ছবি: প্রথম আলো

দিনাজপুরের পার্বতীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া একজন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সোয়া ৯টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের হাজীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মো. শাহিনুর আলম (৩০) ও সুখদেব কুমার রায় (৪২)। আহত ব্যক্তির নাম সাজেদুর রহমান (২৮)। তাঁরা তিনজনই একই মোটরসাইকেলের আরোহী ছিলেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানটির চালক ও চালকের সহকারীকে আটক করেছে পুলিশ।

পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মোমিন ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা এসএ পরিবহনের একটি কাভার্ড ভ্যান সৈয়দপুর যাওয়ার পথে পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের হাজীর মোড় এলাকায় একটি মোটরসাইকেলকে সামনে থেকে ধাক্কা দেয়। পরে স্থানীয় লোকজন ওই মোটরসাইকেলের গুরুতর আহত তিন আরোহীকে উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম বলেন, এ ঘটনায় দুজন মারা গেছেন। কাভার্ড ভ্যানের চালক ও তাঁর সহকারীকে আটক করা হয়েছে। এই মামলা করার প্রস্তুতি চলছে।