মিরসরাইয়ে ভাগনের ছুরিকাঘাতে মামা খুন

খুনপ্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে ভাগনের ছুরিকাঘাতে মামা খুন হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. হারুনুর রশিদ (৪৫)। হারুন উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম তালবাড়িয়া গ্রামের মো. সেকান্দরের ছেলে। আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে হারুনুর রশিদ নিজ বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হন। জায়গাজমি–সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে।

নিহত হারুনুর রশিদের প্রতিবেশী মো. বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘হারুনুর রশিদ কুয়েতপ্রবাসী ছিলেন। ভাগনে মো. শাহিন আলমের সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে জায়গাজমি–সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে আজ সকালেও দুজনের বাগ্‌বিতণ্ডা হয়েছে। বিকেলে বিষয়টি সমাধান করতে আমাদের ডাকা হয়। সেখানে আলাপ–আলোচনা চলছিল। আলোচনার এক পর্যায়ে দুজন উত্তেজিত হয়ে পড়েন। এ সময় শাহিন আলম মামা মো. হারুনুর রশিদের বুকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলে ঢলে পড়েন তিনি। পরে আমরা তাঁকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাড়িতে স্ত্রী ও দুটি ছোট সন্তান রয়েছে হারুনুর রশিদের। কিছুদিন পরে আবার প্রবাসে চলে যাওয়ার কথা ছিল হারুনুর রশিদের।’

জানতে চাইলে মিরসরাই উপজেলা সদরের সেবা আধুনিক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ রোম্মান প্রথম আলোকে বলেন, সন্ধ্যায় ছুরিকাঘাতে গুরুতর আহত এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা–নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। নিহত ব্যক্তির বুকের বাঁ পাশে ছুরিকাঘাতের গভীর ক্ষত ছিল।

এ বিষয়ে জানতে চাইলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘খুনের বিষয়টি আমরা জেনেছি। খুনিকে গ্রেপ্তার করতে আমরা কাজ করছি।’