২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

হোমনা বিএনপির সদ্য ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে নেতা-কর্মীদের বিক্ষোভ

কুমিল্লার হোমনা উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে আগের কমিটির নেতা–কর্মীদের বিক্ষোভ মিছিলছবি: সংগৃহীত

কুমিল্লার হোমনা উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছেন নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার বিকেলে হোমনা চৌরাস্তার মোড় থেকে মিছিল বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়।

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক জহিরুল হকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা আজিজুর রহমান মোল্লা, শাহ আলম, আলমগীর আলম সরকার, হানিফ মিয়া, আবু নাসের ওয়াহেদ, রাজ মিয়া, উপজেলা ছাত্রদল সভাপতি সাইজুদ্দিন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, মেয়াদোত্তীর্ণ জেলা কমিটি অন্য কোনো কমিটিকে বিলুপ্ত ঘোষণা করাটা অবৈধ। সেই হিসেবে হোমনা উপজেলা বিএনপি ও হোমনা পৌর বিএনপির আগের আহ্বায়ক কমিটি বহাল থাকবে। বক্তারা বিএনপির কেন্দ্রীয় নেতা ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়াকে হোমনায় অবাঞ্ছিত ঘোষণা করেন।

এর আগে ২৫ অক্টোবর মোহাম্মদ মহিউদ্দিনকে সভাপতি, মোজাম্মেল হককে সদস্যসচিব করে উপজেলা বিএনপির ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি এবং ছানাউল্লাহ সরকারকে আহ্বায়ক, নজরুল ইসলামকে সদস্যসচিব করে পৌর বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার ও সদস্যসচিব তারেক মুন্সি।

এ ব্যাপারে কথা বলতে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকারের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ধরেননি। পরে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।