সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে ২ যুবককে কুপিয়ে হত্যা

মরদেহ
প্রতীকী ছবি

সিরাজগঞ্জ সদর উপজেলায় জমি নিয়ে পূর্ববিরোধের জের ধরে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই যুবকের নামই আল আমিন। দুজন বন্ধু। একজনের বয়স ৪০ বছর, তিনি ওই গ্রামের ফরহাদ হোসেনের ছেলে। অপর আল আমিনের বয়স ৩৬ বছর, তিনি মোহাম্মাদ ঠান্ডুর ছেলে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহত দুই যুবকের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার ইছামতী গ্রামের হায়দার আলী পক্ষ ও বাচ্চু পক্ষের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বাচ্চু পক্ষের লোক হিসেবে পরিচিত ৪০ বছর বয়সী আল আমিন। তিনি তাঁর বন্ধু আল আমিনকে সঙ্গে নিয়ে গ্রামের বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় হায়দার পক্ষের লোকজন দুই আল আমিনের ওপর হমলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

এতে ঘটনাস্থলে মৃত্যু হয় ফরহাদ হোসেনের ছেলে আল আমিনের। তাঁর বন্ধু আল আমিনকে গুরুতর অবস্থায় স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। আজ শুক্রবার সকালে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘নিহত ব্যক্তিদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে ময়নাতদন্ত শেষে আজ বিকেলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। লাশটির শরীরে–মাথায় ধারালো অস্ত্রের আঘাতের অসংখ্য চিহ্ন রয়েছে। অপর লাশটি এখনো আমাদের কাছে এসে পৌঁছায়নি। কী কারণে এই হত্যাকাণ্ড, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’