মাদারীপুরে ব্যবসায়ীকে পিটিয়ে আট লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

ছিনতাই
প্রতীকী ছবি

মাদারীপুরে অটোরিকশা থেকে নামিয়ে এক ব্যবসায়ীকে বেদম পিটিয়েছে একদল দুর্বৃত্ত। ওই ব্যবসায়ীর দাবি, পেটানোর পর তাঁর কাছে থাকা আট লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যের চক এলাকায় এ ঘটনা ঘটে। ওই ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যবসায়ীর নাম সিদ্দিক খান (৪৭)। তিনি সদর উপজেলার রাজারচর এলাকার লতিফ খানের ছেলে। তাঁর মাদারীপুর শহরে আকিজ কোম্পানির ডিলারশিপ রয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা যায়, সিদ্দিক খান তাঁর নিজ বাড়ি থেকে ব্যবসায়িক কাজে অটোরিকশায় করে শহরের পুরান বাজারের দিকে যাচ্ছিলেন। শরীয়তপুর-মাদারীপুর আঞ্চলিক সড়কের মধ্যের চক এলাকার ফাঁকা স্থানে অটোরিকশাটির গতি রোধ করেন কয়েকজন। পরে সিদ্দিক খানকে অটোরিকশা থেকে নিচে নামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর কাছে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় সিদ্দিক খান বাধা দিলে তাঁকে পিটিয়ে আট লাখ টাকা ছিনিয়ে নেন হামলাকারীরা। তখন সিদ্দিকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যান তাঁরা। পরে স্থানীয় লোকজন সিদ্দিক খানকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করান।

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আবু সফর বলেন, সিদ্দিক নামের এক রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।

আহত ব্যবসায়ী সিদ্দিক খান বলেন, ‘ব্যবসার কাজে আট লাখ টাকা নিয়ে ডিলার পয়েন্টে যাচ্ছিলাম। পথে সর্বহারা পার্টির সক্রিয় কয়েকজন সদস্য আমাকে একা পেয়ে পথ আটকায়। পরে অস্ত্রের সাহায্যে ভয় দেখিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা চালায়। আমি চিৎকার করলে তারা আমাকে ছয় থেকে সাতজন মিলে মারধর করে আট লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। টাকা উদ্ধারসহ আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, আহত ব্যবসায়ী একটি মামলার বাদী। মামলার বাদী এবং আসামিরা একই অটোরিকশায় করে শহরে যাচ্ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, আগের মামলা–সংক্রান্ত বিষয় নিয়ে ওই ব্যবসায়ীকে মারধর করা হয়েছে। টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই ব্যবসায়ী লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।