মিরসরাইয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আ.লীগ নেতাকে অব্যাহতি
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিজয় মেলা নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মাইনুদ্দিন টিটুকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল রোববার রাতে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলতাফ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
মাইনুদ্দিন টিটু মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও বেআইনি কার্যকলাপের অপরাধে ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাইনুদ্দিন টিটুকে দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।
জোরারগঞ্জ আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে ১০ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার শেষ দিনে গতকাল রোববার ভোরে জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রেজাউল করিম এবং যুগ্ম সম্পাদক মাইনুদ্দিন টিটুর অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগ ও যুবলীগের সাতজন গুলিবিদ্ধসহ ১১ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় আজ সোমবার দুপুর পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।
জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল দেওয়ানজী প্রথম আলোকে বলেন, সংঘর্ষের ঘটনায় দলের ঊর্ধ্বতন নেতা ও মিরসরাইয়ের সংসদ সদস্য মোশাররফ হোসেনের সঙ্গে আলোচনা করে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাইনুদ্দিন টিটুকে দল থেকে অব্যহতি দেওয়া হয়েছে।