সোনারগাঁয়ে দুই ভাইকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বাড়িঘরে আগুন

আগুনে পুড়ছে ঘরবাড়ি। রোববার রাত ১০টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পাঁচপাড়ায়
ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রতিপক্ষের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। রোববার রাত সাড়ে নয়টার পর আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। দুটি বসতঘর ও ১০টি ভাড়া দেওয়া টিনের কক্ষ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আগুনের বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুজন কুমার হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘রাত ১০টার দিকে আমরা আগুনের খবর পেয়েছি। আমাদের দুটো ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। বাড়িগুলোতে কোনো মানুষ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘরগুলো পুড়ে ছাই হয়ে গেছে।’

ঘটনার দুজন প্রত্যক্ষদর্শী জানান, তিন ভাইকে কুপিয়ে জখম করার পর অভিযুক্তরা বাড়িঘরে তালা দিয়ে পালিয়ে যায়। দুই ভাই নিহত হওয়ার খবর পেয়ে রাতে তাঁদের বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী মিলে তালাবদ্ধ ঘরগুলোতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে করে অভিযুক্ত মহিউদ্দিনের ছেলেদের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

উপজেলার কাঁচপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাসান খান বলেন, ‘হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে বাড়িতে আসার পর জানতে পারি রাত সাড়ে ৯টার পর একদল লোক পেট্রল দিয়ে কয়েকটি ঘরে আগুন ধরিয়ে দেয়। পরে এলাকায় বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।’

সোনারগাঁ থানা–পুলিশ ও স্থানীয় দুজন বাসিন্দা জানিয়েছেন, গতকাল দুপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়া এলাকার মৃত সানাউল্লার ছেলে আসলাম সানি (৪৮), রফিকুল ইসলাম (৪০) ও মো. সফিকুল ইসলামকে (৩৫) কুপিয়ে জখম করে তাঁদের চাচাতো ভাইয়েরা। আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা আসলাম সানি ও সফিকুলকে মৃত ঘোষণা করেন। মুমূর্ষু রফিকুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন।

হতাহত ব্যক্তিদের ফুফাতো ভাই জহিরুল ইসলাম জানিয়েছেন, ওই তিন ভাইয়ের সঙ্গে তাঁদের চাচা মহিউদ্দিনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। তাঁদের বাড়ির পাশ দিয়ে সরকারি একটি সড়কের নালা করা হচ্ছে। দুপুরে নালার স্থান নির্ধারণের সময় মহিউদ্দিন দাবি করেন পুরো নালাটিই তাঁর জায়গা দিয়ে যাচ্ছে। এ সময় ওই তিন ভাই চাচার এমন দাবির প্রতিবাদ করেন। এ নিয়ে চাচাতো ভাই মো. মোস্তফা (৪০), মামুন হোসেন (৩৫), মফিজুল ইসলাম (২৫), মারুফের (১৮) তর্কবিতর্ক হয়। একপর্যায়ে চাচাতো ভাইরা রামদা, চাপাতি দিয়ে কুপিয়ে তিন ভাইকে জখম করেন। পরে প্রতিবেশী ও স্বজনেরা আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এর মধ্যে দুজনের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিদের স্বজন আবু নাইম মিয়া বলেন, আসলাম সানী তাঁর প্রতিবেশী আতাউর রহমানের কাছ থেকে ৩ শতাংশ জমি কেনেন। কিন্তু তাঁর চাচা মহিউদ্দিন আসলামের কেনা জমিসহ পাশের আরও একটি জমি নিজেদের বলে দাবি করে আসছেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে।

ঘটনার পর বিকেলে ও রাতে দুই দফায় পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম জানান, দুপুরে নালা তৈরি নিয়ে দুই পক্ষের বিরোধ বাধলে তিনজনকে কুপিয়ে জখম করা হয়। ঘটনার পর হত্যায় জড়িত ব্যক্তিরা পালিয়ে যান। পরে নিহতের বিক্ষুব্ধ স্বজনেরা অভিযুক্ত ব্যক্তিদের বাড়িঘরে আগুন ধরিয়ে দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়। অভিযুক্ত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে উল্লেখ করে রাত সাড়ে ১১টায় ওসি বলেন, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।