স্বতন্ত্র প্রার্থী শাহজাহানের মিছিল থেকে টাকা বিলি, ভিডিও ভাইরাল

স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার সমর্থনে মিছিল থেকে টাকা বিলি করছেন ওই প্রার্থীর সমর্থক নুরুল ইসলাম
ছবি: ভিডিও থেকে নেওয়া

নারায়ণগঞ্জ–১ আসনে (রূপগঞ্জ) আওয়ামী লীগের দলীয় স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার সমর্থনে বের করা মিছিল থেকে টাকা বিলি করা হয়েছে। আজ বুধবার টাকা বিলির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, ভূমিদস্যুরা ওই প্রার্থীর পেছনে কোটি কোটি টাকা ঢালছে। সেই টাকা উপজেলাজুড়ে ভোটারদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। ওই ভিডিও তারই একটি প্রমাণ। আসনটিতে তৃণমূল বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকারও টাকা বিলির ওই ভিডিওর বিষয়ে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

টাকা বিলি করা ওই ব্যক্তির নাম নুরুল ইসলাম (জাহাঙ্গীর)। তিনি রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। নুরুল স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার ঘনিষ্ঠজন হিসেবে এলাকায় পরিচিত।

এ বিষয়ে আজ সন্ধ্যায় উপজেলার ভুলতা এলাকায় গণসংযোগ শেষে পাটমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, ভূমিদস্যুরা যতই টাকা বিতরণ করুক না কেন, রূপগঞ্জের মানুষ জানে এভাবে টাকা বিতরণের মাধ্যমে তারা (বিরোধী প্রার্থী) যদি ক্ষমতায় আসে, তাহলে রূপগঞ্জবাসীর বাড়ি, জমি সব দখল হয়ে যাবে। এ সময় তিনি সাংবাদিকদের একটি ভিডিও দেখান।

ভিডিওতে দেখা যায়, শাহজাহান ভূঁইয়ার পক্ষে নির্বাচনী গণসংযোগ করছেন ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। তাঁর পেছনে কর্মী-সমর্থকেরা শাহজাহানের নির্বাচনী প্রতীক কেটলির পক্ষে স্লোগান দিচ্ছেন। এ সময় নুরুল ইসলামকে টাকা বিলি করতে দেখা যায়।

নৌকার প্রার্থী গোলাম দস্তগীর বলেন, ‘ভূমিদস্যুরা যে আমার প্রতিপক্ষ প্রার্থীদের বিপুল পরিমাণ অর্থ দিয়ে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, প্রকাশ্যে টাকা বিলির ভিডিও তারই প্রমাণ। এই টাকা বিলি করার মধ্য দিয়ে ওই ভূমিদস্যুরা সুকৌশলে নির্বাচন ও নির্বাচন নিয়ে সরকার ও প্রশাসনের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে। প্রশাসনকে বলব, যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তৎপর, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য।’

খোঁজ নিয়ে জানা যায়, ২১ ডিসেম্বর সকালে দাউদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে কেটলি প্রতীকের প্রচারে যান ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। ওই সময় প্রচারের ভিডিও ধারণ করে তা নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন শাহজাহান ভূঁইয়ার অনুসারী ছাত্রলীগের নেতা নাসিম মোল্লা।

এই বিষয়ে জানতে নুরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ধরেননি। পরে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া বলেন, ‘ওই ব্যক্তি আমাকে বিতর্কিত করার জন্য এমনটা করেছেন কি না, সেটাও একটি বিষয়। কারণ, টাকা বিলিয়ে নির্বাচন আমি করি না।’

এদিকে আজ সকালে তারাব এলাকায় গণসংযোগের সময় বিষয়টি নিয়ে কথা বলেছেন তৈমুর আলম খন্দকার। তিনি বলেন, ‘টাকা দিয়ে ভোট কিনতে চাইলে তো আমি তৈমুর হেরে যাব। কারণ, টাকার দৌড়ে তো আমি পারব না। নির্বাচন কমিশনের উচিত এই টাকা বিলির কার্যক্রমকে নিয়ন্ত্রণ করা।’

এ বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, ‘দাউদপুরের চেয়ারম্যান মিছিল থেকে টাকা বিলি করেছেন এমন একটি ভিডিও আমাদের চোখে পড়েছে। বিষয়টি আমরা আমলে নিয়েছি। এবিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।'