সাতক্ষীরা জেলা কারাগারে কয়েদির মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

সাতক্ষীরা জেলা কারাগারে মনিরুল ইসলাম (৪৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সোয়া ১০টার দিকে ওই কয়েদিকে অসুস্থ অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মনিরুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার ভাটপাড়া গ্রামের রইস উদ্দিনের ছেলে। তিনি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে সাতক্ষীরা জেলা কারাগারে বন্দী ছিলেন।

মনিরুল ইসলামের ভাই আতাউর রহমান বলেন, গত ১৩ ফেব্রুয়ারি মাদক মামলায় সদর থানার পুলিশ তাঁর ভাইকে গ্রেপ্তার করে। পরদিন আদালতের মাধ্যমে তাঁকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়। আজ সকালে পুলিশ তাঁদের জানায়, তাঁর ভাই মারা গেছেন।

সাতক্ষীরা জেলা কারাগারের জেলার মো. মামুনুর রশিদ ঘটনাটি নিশ্চিত করে বলেন, মাদক মামলায় গ্রেপ্তার মনিরুল ইসলাম প্রায় এক মাস ধরে কারাগারে ছিলেন। মনিরুল কিছুদিন ধরে হৃদ্‌রোগে ভুগছিলেন। কয়েক দিন ধরে তাঁকে কারাগারের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। গতকাল রাতে মনিরুলের শারীরিক অবস্থার অবনতি হয়। তখন দ্রুত তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক মমতাজ মজিদ মনিরুলকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জেহাদ ফখরুল আলম বলেন, জেলা কারাগারে এক কয়েদির মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।