হত্যার হুমকি পেয়ে থানায় অভিযোগ দেওয়ার ২৭ দিন পর লাশ মিলল বাড়ির পাশে

লাশ
প্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় খুনের হুমকি পেয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার ২৭ দিন পর বাড়ির পাশ থেকে এক খামারির রক্তমাখা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাসনাবাদ আজলাপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মোহাম্মদ ইউসুফ (৩৫) ওই এলাকার বাসিন্দা। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

নিহত ইউসুফের ভাই মোহাম্মদ ইসমাইল আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, হত্যার হুমকি পেয়ে গত ১৫ আগস্ট ইউসুফ ভুজপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের পর পুলিশ তাঁদের বাড়িতে এসে খোঁজখবর নিয়েছিল বলে দাবি করেন তিনি। এরপর আজ সকালে বাড়ির পাশে খামারসংলগ্ন পুকুরপাড় থেকে তাঁর ভাইয়ের হাত-পা ভাঙা ও মাথায় কোপ থাকা রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্য এবং গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মোহাম্মদ ইউসুফ গতকাল শনিবার রাত ১১টার দিকে বাড়ির কাছে মাছ ও মুরগির খামার দেখভালের জন্য ঘর থেকে বের হন। এরপর রাতে আর ঘরে ফেরেননি তিনি। তাঁর স্ত্রী রাতভর ফোন করলেও কেউ তা ধরেনি। আজ সকাল ছয়টার দিকে স্ত্রী তাঁকে খুঁজতে মাছ ও মুরগির খামারে গেলে পুকুরপাড়ে রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

ভুজপুর থানার অধীন দাঁতমারা পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ নাজমুল কবির প্রথম আলোকে বলেন, সুরতহালে ওই খামারির হাত-পা ভাঙা এবং মাথার বাঁ পাশে কুপিয়ে জখমের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।