তারাগঞ্জে মসিউর রহমানের কুশপুত্তলিকা পোড়ালেন জিএম কাদেরের অনুসারীরা

রংপুরের তারাগঞ্জে সংসদ সদস্য মসিউর রহমানের কুশপুত্তলিকা পোড়াচ্ছেন জাপার চেয়ারম্যান জিএ কাদেরের অনুসারীরা। বৃহস্পতিবার রাতে তারাগঞ্জের থানা মোড়ে
ছবি: প্রথম আলো

দলের সব পদ থেকে অব্যাহতি পাওয়া মসিউর রহমান রাঙ্গার কুশপুত্তলিকা দাহ করেছেন রংপুরের তারাগঞ্জের জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের অনুসারীরা । বৃহস্পতিবার রাত নয়টার দিকে বিক্ষোভ মিছিল শেষে তাঁরা মসিউর রহমানের কুশপুত্তলিকা দাহ করেন।

প্রত্যক্ষদর্শী ও দলের একাধিক সূত্র জানায়, জাতীয় পার্টির সব পদ থেকে অব্যাহতি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে রংপুরে জাপার সাবেক মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ  মসিউর রহমানের অনুসারীরা জি এম কাদেরের কুশপুত্তলিকা পোড়ান। এ সময় কাদেরের অনুসারীদের সঙ্গে মসিউর রহমানের অনুসারীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে আহত হন অন্তত ১০ জন। এর প্রতিবাদে বৃহস্পতিবার রাত নয়টায় তারাগঞ্জ বাজারের থানার মোড় ও গরুহাটিতে জাপার নেতা–কর্মীরা সদ্য অব্যাহতি পাওয়া মসিউর রহমানের কুশপুত্তলিকা দাহ করেন।

কুশপুত্তলিকা দাহ করার আগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারাগঞ্জ বাজারের থানা মোড়ে শেষ হয়। সেখানে এক পথসভায় বক্তব্য দেন তারাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক শাহিনুর ইসলাম মার্শাল, যুগ্ম আহ্বায়ক কাজী জিকরুল হক, সদস্যসচিব তুহিনুর ইসলাম তুহিন, জাতীয় ছাত্র সমাজের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ। সভা শেষে মসিউর রহমানের কুশপুত্তলিকা দাহ করে মিষ্টি বিতরণ করা হয়।