সিলেটে ৬ কাউন্সিলর ও ৫ সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষে ঘোষণা দেন রির্টানিং কর্মকর্তা ফয়সল কাদের। বৃহস্পতিবার সকালে
ছবি” প্রথম আলো

সিলেট সিটি নির্বাচনে ১১ জন মেয়র প্রার্থীর মধ্যে বাছাইয়ে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। একই সঙ্গে সংরক্ষিত কাউন্সিলর পদে পাঁচজন ও সাধারণ কাউন্সিলর পদে ছয়জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে নগরের মেন্দিবাগ এলাকার জালালাবদ গ্যাস ভবনের সম্মেলনকক্ষে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শুরু হয়। সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা ফয়সল কাদের মনোনয়নপত্র বৈধ ও বাতিলের বিষয়টি ঘোষণা দেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করা ১১ জনই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাঁদের মধ্যে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হওয়া পাঁচজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। কাউন্সিলর পদে ৪২টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৩৬২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

এর মধ্যে ২৩ মে জমা দেওয়ার শেষ দিনে মনোনয়নপত্র জমা দেন ২৮৭ জন। আজ ২৮৭ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বাছাইয়ে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ১৫ নম্বর ওয়ার্ডে একজন, ২১ নম্বর ওয়ার্ডে একজন, ২৮ নম্বর ওয়ার্ডে একজন, ৩৩ নম্বর ওয়ার্ডে একজন, ৩৪ নম্বর ওয়ার্ডে একজন ও ৩৯ নম্বর ওয়ার্ডে একজন প্রার্থী আছেন।

সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪টি ওয়ার্ডের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৯৮ জন। বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৮৯ জন। এর মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে ৮৪ জন প্রার্থীর মনোনয়নপত্র। মনোনয়নপত্র বাতিল হওয়া ওয়ার্ডের মধ্যে সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে একজন, সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে একজন, সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ডে একজন, সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ডে একজন এবং সংরক্ষিত ৬ নম্বর ওয়ার্ডে একজন প্রার্থী আছেন।

আরও পড়ুন

রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের বলেন, মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা প্রার্থীরা আগামী তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ জুন সিলেট সিটির ভোট অনুষ্ঠিত হবে। ২৩ মে ছিল মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। আজ মনোনয়নপত্র বাছাইয়ের কাজ করা হয়। ১ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। ২ জুন প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা।