জকিগঞ্জে শিশুদের ঝগড়ায় জড়িয়ে যুবক খুন

হত্যা
প্রতীকী ছবি

সিলেটের জকিগঞ্জে শিশুদের ঝগড়ায় জড়িয়ে আবুল হোসেন (৪২) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার কাজলসার ইউনিয়নের মঙ্গলশাহ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন উপজেলার কাজলসার ইউনিয়নের মঙ্গলশাহ গ্রামের বাসিন্দা। তাঁর চার বছর বয়সী একটি ছেলে ও দুই বছর বয়সী একটি মেয়ে আছে। তিনি স্থানীয় একটি বাজারের চা–দোকানি ছিলেন। অভিযুক্ত ব্যক্তিরা একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত আবুল হোসেনের সঙ্গে প্রতিবেশী চাচাতো বোনের ছেলে জাকারিয়া আহমদের পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। আজ বিকেলে আবুল হোসেনের ভাতিজার সঙ্গে জাকারিয়া আহমদের পরিবারের শিশুদের বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। শিশুদের মধ্যে ঝগড়ায় দুই পরিবারের সদস্যরা জড়িয়ে পড়েন। বেলা সাড়ে তিনটার দিকে আবুল হোসেনের ওপর প্রতিবেশী জাকারিয়া আহমদসহ তাঁর লোকজন হামলা করেন। এ সময় রডের আঘাতে আবুল হোসেন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। এরই মধ্যে দুই পরিবারের শিশুদের ঝগড়া হয়। এ নিয়ে বড়রা মারামারিতে জড়িয়ে পড়েন। এতে একজন খুন হয়েছেন। যিনি খুন হয়েছেন, তিনি অভিযুক্ত ব্যক্তির সম্পর্কে মামা হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে।