২১০০ লিটার ডিজেলসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

জ্বালানি তেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব
প্রথম আলো

নারায়ণগঞ্জের বন্দরে জ্বালানি তেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। তাঁদের কাছ থেকে ২ হাজার ১০০ লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়েছে। তেল চুরির কাজে ব্যবহৃত একটি মিনি কাভার্ডভ্যানও জব্দ করা হয়েছে। আজ সোমবার দুপুরে র‍্যাব-১১ সহকারী পরিচালক রিজওয়ান সাঈদ এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শেরপুর জেলার সদর উপজেলার চর শেরপুর এলাকার মো. তাহের (২০), মো. গনি (২২) ও মো. মাহাবুব শেখ (২৪)।

চোর চক্রের কাছ থেকে জব্দ করা ডিজেল
প্রথম আলো

সহকারী পরিচালক রিজওয়ান সাঈদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১ সিপিএসসির একটি দল গতকাল রোববার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ২ হাজার ১০০ লিটার চোরাই ডিজেলসহ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা বিভিন্ন তেলের ডিপো থেকে এবং দূরপাল্লার ভারী যানবাহনগুলো রাস্তার পাশে বিশ্রামকালে সেগুলো থেকে তেল চুরি করেন। তাঁরা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে মিনি কাভার্ডভ্যানের মাধ্যমে মহাসড়কে চলাচলরত ট্রাক-লরির তেলের ট্যাংক থেকে এভাবে তেল চুরি করে আসছিলেন।