ডেভিল বলতে আমরা ফ্যাসিস্ট সরকারকেই বুঝি: বিএনপি নেতা আজিজুল বারী

খুলনা মহানগর বিএনপির প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল। সোমবার সন্ধ্যায় নগরের কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে
ছবি: প্রথম আলো

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী (হেলাল) বলেছেন, ‘সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে। ডেভিল বলতে আমরা ফ্যাসিস্ট সরকারকেই বুঝি।’

আজ সোমবার সন্ধ্যায় খুলনা মহানগর বিএনপির প্রস্তুতি সভায় আজিজুল বারী এসব কথা বলেন। তিনি বলেন, ‘বিএনপি ১৬ বছর আন্দোলনের আগুনে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। কোনো ধরনের ভয় দেখিয়ে লাভ হবে না। চারদিকে প্রতিবিপ্লব উঁকিঝুঁকি মারছে, তবে সেটা হতে দেওয়া হবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে বিপ্লব ও গণতন্ত্রের প্রত্যাশা বাস্তবায়ন করতে হবে। স্বৈরাচার সরকার যাতে ফিরে আসতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।’

বহুদিন পর অন্তর্বর্তী সরকারের শুভবুদ্ধির উদয় হয়েছে উল্লেখ করে আজিজুল বারী আরও বলেন, ‘সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে। ডেভিল বলতে আমরা ফ্যাসিস্ট সরকারকেই বুঝি।’

বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, জনগণ অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছে। এই শক্তিকে দৃশ্যমান করতে হবে। একজন (শেখ হাসিনা) ষড়যন্ত্র করে দেশ ছেড়ে পালিয়েছেন। এখন যাঁরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন, তাঁরা আগামী দিনে পালানোর পথ পাবেন না।

সাম্প্রতিক সময়ে সারা দেশে বিশৃঙ্খলা ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে আজিজুল বারী হেলাল বলেন, ‘অন্তর্বর্তী সরকার গঠনের ছয় মাস পরে এই ধরনের বিশৃঙ্খলা কেন? আমরা তো একটি সভ্য জাতি।’ এসব বিশৃঙ্খলা দূর করতে নির্বাচনের দাবি জানিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সংস্কার করুন, তবে যৌক্তিক সময়ের ভেতরে করুন। বাংলাদেশের মানুষের প্রত্যাশা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনটি যত দ্রুত দেওয়া হবে, তা সবার জন্যই মঙ্গল।’

দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, দ্রব্যমূল্য সহনীয় রাখাসহ নানা দাবিতে কেন্দ্রীয় সমাবেশ সফল করার লক্ষ্যে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। ১২ ফেব্রুয়ারি বেলা আড়াইটায় নগরের শহীদ হাদিস পার্কে অনুষ্ঠেয় ওই সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের প্রধান অতিথি থাকার কথা।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সদস্যসচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, বিএনপি নেতা মোমরেজুল ইসলাম, স ম আ রহমান, বেগমা রেহেনা ঈসা, নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, শের আলম, আবুল কালাম, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম, মাসুদ পারভেজ, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী, কে এম হুমায়ূন কবীর, হাফিজুর রহমান, কাজী মিজানুর রহমান, মোল্লা খায়রুল ইসলাম, মোল্লা ফরিদ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, বিপ্লবুর রহমান, চৌধুরী তৌহিদুর রহমান, আহসান উল্লাহ বুলবুল, জাহিদুল হোসেন, মিজানুর রহমান, আজিজা খানম, নগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ, সদস্যসচিব রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজুল ইসলাম মিরাজ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মুনতাসির আলম, সদস্যসচিব ইস্তিয়াক আহমেদ প্রমুখ।