রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন কেএনএ সন্ত্রাসী নিহত: আইএসপিআর

বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি-চীন ন্যাশনাল আর্মি (কেএনএ) তিন সন্ত্রাসী নিহত হয়েছেন। আজ রোববার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষে সহকারী পরিচালক রাশেদুল আলম খানের গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কেএনএ কুকি-চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র শাখা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান জেলার রুমা উপজেলার গহিন জঙ্গলে সেনাবাহিনী কেএনএ-এর গোপন আস্তানা সন্ধান পায়। সেখানে অভিযান চালালে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন সন্ত্রাসী নিহত হন। অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারে এই অভিযান এখনো চলছে বলে আইএসপিআর জানিয়েছে।