বেহুলার বাসরঘর মিথ নাকি সত্যি
গোকুল মেধের সরু পথ ধরে হাঁটতে হাঁটতে আচমকা যেন সময় পিছিয়ে যায় কয়েক শতাব্দী। চারদিকে ছড়িয়ে থাকা ইটের দেয়াল, ভাঙা সোপান আর অচেনা সব স্থাপত্য যেন চিৎকার করে বলতে চায়—এখানে একদিন কিছু ঘটেছিল, যা শুধু ইতিহাস নয়, হাজার বছরের লোককথারও অংশ। গোকুল মেধকে কেউ বলে বেহুলার বাসরঘর, কেউ বলে লখিন্দরের মৃত্যুশয্যা, কেউ আবার ইতিহাস ঘেঁটে নাম দেয় বৈদ্যমঠ। কিন্তু সত্যি কোনটা?