ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে বহিষ্কার

ফরিদুল হক শাহিন শিকদার
ছবি: সংগৃহীত

বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল হক শাহিন শিকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, আসন্ন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে ফরিদুল হক শাহিন শিকদারকে বহিষ্কার করা হলো। এর আগে ১৩ মে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল।

ফরিদুল হক শাহিন শিকদার ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। এর আগে তিনি উপজেলার তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ মে। এতে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

এ বিষয়ে ফরিদুল হক শাহিন শিকদার মুঠোফোনে বলেন, দল থেকে বহিষ্কারের চিঠি তিনি এখনো হাতে পাননি। তবে দলের সিদ্ধান্ত যা–ই থাকুক, তিনি শেষ পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান প্রথম আলোকে বলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। তাই বিএনপি এই প্রহসনের নির্বাচন আগেই বর্জন করেছে। ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল হক শাহিন শিকদার দলীয় সিদ্ধান্ত অমান্য করে এই সরকারের অধীনে নির্বাচনে অংশ নেওয়ায় তাঁকে প্রাথমিক সদস্যপদ বাতিলসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় এ নিয়ে জেলায় চারজনকে দল থেকে বহিষ্কার করা হলো।