আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে দেশকে শোষণ করছে: মির্জা ফখরুল
আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে বারবার মানুষকে বোকা বানিয়ে দেশকে শোষণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওয়ের সাধারণ পাঠাগার চত্বরে রংপুর ও রাজশাহী বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ সরকার বারবার মানুষকে বোকা বানিয়ে, উন্নয়নের কথা বলে এই দেশকে শোষণ করছে প্রতিদিন, প্রতি মুহূর্তে। তারা উন্নয়নের কথা বলে কিন্তু আসলে দুর্নীতি করে। দুর্নীতি করেই আজকে তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। আমরা আজ এমন একটা ক্রান্তিলগ্নে উপস্থিত হয়েছি; আগামী দিনগুলোতে আমরা যদি নিজেদের সংগঠিত করে আন্দোলনের মধ্য দিয়ে এই দানবীয় আওয়ামী লীগ সরকারকে পরাজিত করতে না পারি, তাহলে জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে।’
মির্জা ফখরুল বলেন, ‘সরকার পরিকল্পিতভাবে এই দেশকে একটা নতজানু রাষ্ট্রে পরিণত করার জন্য, একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য এই দেশের মানুষকে শোষণ করে যাচ্ছে। আজকে আমাদের একটাই লক্ষ্য—নিজেদের সংগঠিত করে তারেক রহমানের নির্দেশে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে দেশকে মুক্ত করব। এই কাজটা অনেক কঠিন হলেও আমরা এই কাজে সফল হব।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ‘আমরা ১০টি দাবি দিয়েছি। এর মধ্যে প্রথম হলো এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদকে বিলুপ্ত করতে হবে; তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারকে ক্ষমতা দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করে তারপরে নির্বাচনের মধ্য দিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ লুটপাট করতে করতে এমন একটা জায়গায় চলে গেছে, এখন তারা মনে করছে যদি ক্ষমতা চলে যায়, তাহলে তো তাদের করুণ অবস্থা হবে। এ কারণে তাদের ক্ষমতা ছাড়তে বাধ্য করতে হবে।’
অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, জ্যেষ্ঠ সহসভাপতি ইয়াছিন আলী, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুজ্জামানসহ রংপুর ও রাজশাহী বিভাগের প্রতিটি জেলার নেতারা বক্তব্য দেন।