কাপাসিয়ায় গরুচোর সন্দেহে গ্রামবাসীর পিটুনি, দুজন নিহত

পিটুনি
প্রতীকী ছবি

গাজীপুরের কাপাসিয়ায় গরুচোর সন্দেহে পিটুনিতে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটায় উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নামিলা ও বরিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত দুইটার দিকে নামিলা গ্রামের এক বাড়িতে গরু চুরি চেষ্টা করার সময় টের পান স্থানীয় লোকজন। তাঁদের ডাকাডাকিতে আশপাশে রাতের পাহারা দেওয়া লোকজন ও গ্রামবাসী এসে দুজনকে আটক করেন। এর মধ্যে একজন দৌড়ে পালিয়ে যান। উত্তেজিত লোকজন ধরা পড়া ওই ব্যক্তিকে ব্যাপক মারধর করেন। একপর্যায়ে তাঁর মৃত্যু হয়। অপর দিকে পালিয়ে যাওয়া ব্যক্তিকে ধরতে ধাওয়া করেন স্থানীয় অন্যরা। পাশের বরিবাড়ি গ্রামের একটি ধানখেত থেকে তাঁকেও আটক করেন লোকজন। পিটুনিতে ওই ব্যক্তিরও মৃত্যু হয়। দুজনের বয়স ২৫–৩০ বছর।

নামিলা গ্রামের মিজানুর রহমান জানান, তাঁদের গ্রামসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে গরু চুরির ঘটনা ঘটছে। এ জন্য গ্রামে গ্রামে পাহারা বসানো হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে গরু চুরির চেষ্টা করেছিল একটি চক্র।

একই গ্রামের আবদুর রাজ্জাক বলেন, চোর চক্রের লোকজন পিকআপ নিয়ে গ্রামে এসেছিল বলে তাঁদের ধারণা। সঙ্গে অনেকেই থাকলেও মাত্র দুজন ধরা পড়েছিল।

সিংহশ্রী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার পারভেজ প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাতে গরুচোর ধরা পড়েছে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। উত্তেজিত জনতার পিটুনিতে দুই গরুচোর মারা গেছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
আনোয়ার পারভেজ আরও বলেন, নামিলা, বরিবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে কয়েক মাস ধরে গরু চুরি বেড়ে গেছে। রাতে গরু চুরি করে বনের ভেতরে নিয়ে মাংস কেটে নিয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। বেশ কয়েকবার নদীর পাড়ে ও বনের ভেতরে চুরি করা গরুর হাড়গোড়, চামড়া পাওয়া গেছে। গত এক সপ্তাহে বরিবাড়ি গ্রামের বিভিন্ন বাড়ি থেকে ১০টি গরু চুরি হয়েছে। তাই গ্রামজুড়ে স্থানীয় লোকজন পাহারা বসিয়েছেন।

বরিবাড়ি ও নামিলা গ্রামে চোর সন্দেহে দুজনকে ধরার পর মারধরের কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এসব ভিডিওতে দেখা যায়, উত্তেজিত লোকজন দুজনকে মারধর করছেন। তাঁদের একজনের মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়। অপরজনকে হাত-পা বেঁধে রাখা হয়েছে। কিছুক্ষণ পরপর তাঁকে লাঠি দিয়ে পেটানো হচ্ছে।

এ বিষয়ে কাপাসিয়া থানার দায়িত্বরত কর্মকর্তা মিঠুন বৈদ্য প্রথম আলোকে বলেন, গণপিটুনিতে নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন  আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন