জমি দখল নিতে ভ্যানচালককে মারধর, এসআই প্রত্যাহার

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রতিপক্ষের হয়ে জমি দখল নিতে এসআই রওশন ফেরদৌসের বিরুদ্ধে মারধর করার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার উপজেলার চালিতাবুনিয়া গ্রামে
ছবি: ভিডিও থেকে নেওয়া

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রতিপক্ষের হয়ে জমি দখল নিতে এক ভ্যানচালক ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করার অভিযোগ উঠেছে সন্ন্যাসী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রওশন ফেরদৌসের বিরুদ্ধে। এ ঘটনায় তাঁকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

আহত ভ্যানচালক কবির শেখের (৪৫) বাড়ি উপজেলার চালিতাবুনিয়া গ্রামে। আজ মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে মারধরের শিকার হন তিনি। ওই সময় মারধরে তাঁর স্ত্রী শিউলি বেগম (৪২) ও শ্যালক রাজু শেখও (৩০) আহত হন। তাঁদের মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মারধর করার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এরপর এসআই রওশন ফেরদৌসকে সন্ন্যাসী পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

আহত কবির শেখ বলেন, স্থানীয় খলিল আকনের সঙ্গে জমিজমা নিয়ে তাঁদের দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। আজ দুপুরে হঠাৎ এসআই রওশন ফেরদৌস তাঁর বাড়িতে আসেন। জমি থেকে ঘর সরিয়ে নেওয়ার জন্য চাপ দেন। তিনি জানান, ওই জমির মালিক তিনি (কবির)। তাঁর কাছে জমির দলিলপত্র রয়েছে; জমি দখল ছাড়বেন না। এরপরই লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন ওই পুলিশ কর্মকর্তা। এতে তাঁরা তিনজন আহত হয়েছেন।

ফেসবুকের ওই ভিডিওতে দেখা যায়, সাদা টি-শার্ট পরা এসআই রওশন ফেরদৌস লাঠি দিয়ে মারধর করছেন। এ সময় এক নারীর চিৎকার শোনা যায়।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান বলেন, বিভাগীয় ব্যবস্থা হিসেবে ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।