বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবিরসহ দুজন রিমান্ডে

নরসিংদী আদালতে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। মঙ্গলবার বিকেলে
ছবি: প্রথম আলো

নরসিংদীতে ছাত্রদলের দুই নেতা-কর্মী হত্যা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই দুজনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার জানান, গত ২৫ মে শহরের জেলখানার মোড়ে ছাত্রদলের পদবঞ্চিত নেতাদের শোভাযাত্রায় গুলিতে দুজন নিহতের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ছিলেন তাঁরা। মামলায় খায়রুল কবিরকে ১ নম্বর ও সিদ্দিকুর রহমান নাহিদকে ৩ নম্বর আসামি করা হয়।

গত ২৫ মে নরসিংদী শহরের জেলখানা মোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ে ঢোকার পথে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছাদিকুর রহমান ও কর্মী আশরাফুল হককে গুলি করে হত্যা করা হয়।

জেলা গোয়েন্দা শাখা বলছে, রাজধানী থেকে গত ১২ অক্টোবর সিদ্দিকুর ও গত ২৬ অক্টোবর খায়রুল কবিরকে গ্রেপ্তার করে আনা হয়। ওই মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার আছেন ১২ জন। আজ ছিল ওই দুজনের রিমান্ড শুনানির নির্ধারিত দিন। মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার ওসি খোকন চন্দ্র সরকার তাঁদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালতের বিচারক শুনানি শেষে তাঁদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৫ মে শহরের জেলখানা মোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ে ঢোকার পথে দুর্বৃত্তের হামলায় জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছাদিকুর রহমান ও কর্মী আশরাফুল হক গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ছাদিকুরের মৃত্যু হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশরাফুল। ছাদিকুর নরসিংদী সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের বাদুয়ারচর এলাকার বাসিন্দা। আশরাফুল শহরের সাটিরপাড়া এলাকার বাসিন্দা।

এ ঘটনায় নিহত ছাদিকুরের বড় ভাই আলতাফ হোসেন বাদী হয়ে নরসিংদী মডেল থানায় খায়রুল কবির খোকন, তাঁর স্ত্রী শিরিন সুলতানাসহ ৩০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৩৫ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করেন।