টেকনাফে একাধিক মামলার পলাতক আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

হারুনের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়
ছবি: প্রথম আলো

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ একাধিক মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল রোববার রাত আটটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড আশ্রয়শিবিরে সি ব্লক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ হারুন (২৮)। তিনি নয়াপড়া আশ্রয়শিবিরে সি ব্লকের বাসিন্দা ফজল আহমদের ছেলে। ১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নূর প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এপিবিএনের দাবি, গ্রেপ্তার মোহাম্মদ হারুন একজন শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।

এপিবিএন জানায়, ১৬ এপিবিএনের একটি টহল দল গতকাল রাতে আশ্রয়শিবিরে টহল দিচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএনের সদস্যরা জানতে পারেন, অস্ত্রসহ এক রোহিঙ্গা সন্ত্রাসী আশ্রয়শিবিরের একটি ঘরে অবস্থান করছেন। পরে নয়াপাড়া এপিবিএন পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে হারুনকে আটক করেন। এ সময় হারুনের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে রাতেই হারুনকে অস্ত্রসহ টেকনাফ থানায় সোপর্দ করা হয়।

জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, আজ সোমবার দুপুরে হারুনকে কক্সবাজার আদালতে পাঠানো হবে।