এবার কুড়িগ্রামে রেললাইনের হুক বোল্ট খুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঠাঁটমারী বধ্যভূমি এলাকায় কুড়িগ্রাম-রংপুর রেলপথের কিছুসংখ্যক হুক বোল্ট খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মো. শামসুজ্জোহা বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। এ ঘটনায় কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকাবাসী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ কুড়িগ্রাম-রংপুর রেলপথের ঠাঁটমারী বধ্যভূমি এলাকায় অবস্থিত রেলসেতুর ওপরের স্লিপারের নাট কে বা কারা খুলে নিয়ে যায়। রেলওয়ের লোকজন বিষয়টি দেখতে পেয়ে কুড়িগ্রাম রেলস্টেশনের স্টেশনমাস্টারকে খবর দেন। পরে রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে রেলপথ সংস্কার করেন।

কুড়িগ্রাম রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. শামসুজ্জোহা বলেন, কুড়িগ্রাম-রংপুর রেলপথের হারিয়ে যাওয়া নাটগুলোর স্থলে নতুন নাট বসানো হয়েছে। এখন এই লাইনে রেল চলাচলে কোনো সমস্যা নেই।

কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। রেল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জেনেছি, নাট-বল্টু হারিয়ে যাওয়ার বিষয়টির সঙ্গে নাশকতা সৃষ্টির কোনো সম্পর্ক নেই। নাটগুলো কেউ চুরি করে নিয়েছে। রেল চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে রেল বিভাগ কাজ করেছে।’