কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র মুজিবসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমানছবি সংগৃহীত

জমি দখল ও লুটপাটের অভিযোগে কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে। গতকাল বুধবার দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন শহরের পশ্চিম বাহারছড়া এলাকার ব্যবসায়ী নাসির উদ্দিন। আদালত মামলাটি গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দিতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারনামীয় অপর আসামিরা হলেন কক্সবাজার পৌরসভার সাবেক সচিব রাসেল চৌধুরী, নির্বাহী প্রকৌশলী নুরুল আলম, প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম, নকশাকার মান্নানুল ইসলাম, শিপক কান্তি দে ও পরিদর্শক কবির হোসেন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ২০-৩০ জনকে।

মামলার এজাহারে বলা হয়, ২০২০ সালে সাবেক মেয়র মুজিবুর রহমানের নির্দেশে ব্যবসায়ী নাসির উদ্দিনের বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে মূল্যবান জিনিসপত্র লুটপাট করা হয়। হামলায় বাদী ও তাঁর পরিবারের লোকজন আহত হন।

মামলার বাদী নাসির উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে তিনি পৌরসভার একটি জমি ইজারা নিয়ে বসবাস করে আসছেন। কিন্তু সাবেক মেয়র মুজিবুর রহমান সেই জমি দখল করার জন্য বসতবাড়ি ভেঙে তাঁর পরিবারকে উচ্ছেদ করেন।

উল্লেখ্য, মুজিবুর রহমানের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় আরও দুটি মামলা হয়েছে। একটি বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি করে যুবককে হত্যার মামলা, অপরটি জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে। হত্যা মামলার বাদী পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে অপর মামলাটি করেন বিএনপি নেতা রফিকুল ইসলাম।

গত ৫ আগস্ট জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ঘটলে মুজিবুর রহমানসহ দলের নেতা-কর্মীরা আত্মগোপন করেন। অভিযোগ প্রসঙ্গে জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মুজিবুর রহমানের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।