কাপাসিয়ায় অবশেষে মঞ্চস্থ হলো ‘আপন দুলাল’ নাটক

মঞ্চস্থ হচ্ছে ‘আপন দুলাল’। আজ শনিবার বিকেলে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ বাজারেছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় মঞ্চস্থ হয়েছে নাটক ‘আপন দুলাল’। আজ শনিবার উপজেলার রানীগঞ্জ বাজারের পাশে উদয়ন কিন্ডারগার্টেন মাঠে নাটকটি মঞ্চস্থ হয়।

নরসিংদীর একটি নাট্যদলের ১৭ জন‌ ও স্থানীয় ৪ জন অভিনয়শিল্পী নাটকটিতে অভিনয় করেছেন। নাটক মঞ্চস্থ হওয়ার সময় দর্শকসারিতে ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল আমীন, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক প্রমুখ।

আরও পড়ুন
আরও পড়ুন

বেলা সাড়ে ১১টায় ‘আপন দুলাল’ শুরু হয়, শেষ হয় সন্ধ্যা ৬টার দিকে। মাঝে ছিল এক ঘণ্টার বিরতি। নাটক উপভোগ করতে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক দর্শক। মো. আলমগীর শিকদার নামের একজন দর্শক বলেন, ‘আপন দুলাল’ অসাধারণ একটি গীতিনাট্য। নাটকটি তাঁরা ভালো উপভোগ করেছেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান সাংবাদিকদের বলেন, দর্শকেরা আনন্দচিত্তে নাটক উপভোগ করেছেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ওই মাঠে নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল। বিভিন্ন কারণে তা বাতিল করা হয়। পরে এ বিষয়ে শুক্রবার পুলিশ, স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর প্রতিনিধি, নাটকটির আয়োজক, বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্রসংগঠনের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীদের মধ্যে আলোচনা হয়। পরে নাটকটি শনিবার মঞ্চস্থ করার সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন

নাটকটি সুষ্ঠু ও সুন্দরভাবে মঞ্চস্থ হওয়ায় আয়োজক, দর্শক, কলাকুশলীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান কাপাসিয়ার ইউএনও তামান্না তাসনীম।