কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তি ও সেমিস্টার ফি কমানোর দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

ভর্তি ও সেমিস্টার ফি কমানোর দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়েছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের (সম্মান) ভর্তি ও সেমিস্টার ফি ৪০ শতাংশসহ অন্যান্য বর্ধিত ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে স্বাক্ষরনামাসহ এ–সংক্রান্ত একটি স্মারকলিপি উপাচার্য বরাবর জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির থিয়েটার নামের একটি সংগঠনের সদস্যরা। এর আগে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের সামনের সড়কে গণস্বাক্ষর নেওয়া হয়।

উপাচার্য বরাবর দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ‘আমাদের জন্য অতিরিক্ত ফি বহন করা কষ্টসাধ্য। বার্ষিক আয় বাড়ানোর কথা বলে শিক্ষার্থীদের ওপর আর্থিক ধকল বাড়ানোর বিষয়টি অমানবিক। এ ক্ষেত্রে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর জন্য আমরা তাগিদ জানাই। শিক্ষার্থীদের জীবন পরিচালনা সহজ করার জন্য সেমিস্টার ফি ৪০ শতাংশ কমানোর জোর দাবি জানাই। পাশাপাশি স্নাতকে ভর্তি ফি অনেক বেশি বাড়ানো হয়েছে, সেখান থেকেও ৪০ শতাংশ কমানোর দাবি জানাই। একই সঙ্গে বর্ধিত সব ফি কমানোর জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্নাতক প্রথম বর্ষে ফি বাড়ানো হয়েছে ১ হাজার টাকা, দ্বিতীয় বর্ষে ৫৫০ টাকা। স্নাতকোত্তরে (বিজ্ঞান, সমাজবিজ্ঞান, প্রকৌশল, ব্যবসায় ও আইন) অনুষদের ভর্তির ফি আগে ৭ হাজার ৮০০ টাকা ছিল, সেটি বাড়িয়ে ৮ হাজার ৯০০ টাকা করা হয়েছে। হল ফি ১০০ থেকে বাড়িয়ে করা হয়েছে ১৫০ টাকা। স্নাতকের নতুন শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রেও প্রায় দুই হাজার টাকা বাড়ানো হয়েছে।

থিয়েটারের সাধারণ সম্পাদক হান্নান রাহিম বলেন, ‘২০১৮ সালে থিয়েটারের দাবির পরিপ্রেক্ষিতে স্নাতকোত্তরে ভর্তি ফি কমানো হয়। তারই ধারাবাহিকতায় বিভিন্ন খাতে ফি বাড়ানোর প্রতিবাদে আজকে আমরা গণস্বাক্ষর কর্মসূচি করে প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছি। বার্ষিক আয় বাড়ানোর নাম করে শিক্ষার্থীদের ওপর বিপুল অর্থের বোঝা চাপিয়ে দেওয়া কোনোভাবেই কাম্য নয়। প্রশাসনকে বলতে চাই, আপনারা শিক্ষা খাতে বরাদ্দ বাড়ান, শিক্ষার্থীদের ওপর কোনোভাবে জুলুম করবেন না। দ্রুত সময়ের মধ্যে দাবিগুলোর পরিপ্রেক্ষিতে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা আশা করছি।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হায়দার আলী বলেন, শিক্ষার্থীদের স্মারকলিপিটি রেজিস্ট্রার বরাবর হস্তান্তর করা হয়েছে। পরবর্তী একাডেমিক কাউন্সিল মিটিংয়ে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।