দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল গৃহবধূর অর্ধগলিত লাশ

লাশ
প্রতীকী ছবি

রাজশাহীর গোদাগাড়ীতে ধানখেত থেকে এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার গড়গড়িয়া গ্রামের একটি ধানখেতে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে লাশটির সন্ধান পান স্থানীয় ব্যক্তিরা।

ওই গৃহবধূর নাম সাহেরা খাতুন (২০)। তিনি উপজেলার চাতরা গ্রামের দানেস আলীর মেয়ে। তাঁর স্বামী পার্শ্ববর্তী তানোর উপজেলার সরনজাই মির্জাপুর গ্রামের বাসিন্দা।

তবে সাহেরার স্বামীর নাম জানাতে পারেনি পুলিশ। সাহেরা তাঁর বাবার বাড়ি থেকে গত বুধবার নিখোঁজ হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাহেরা ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে সাহেরা বাবার বাড়িতে ছিলেন। তবে বুধবার রাত থেকে সাহেরার খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ পরিবারের পক্ষ থেকে নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কথাও ছিল। আজ সকালে পাশের গ্রামে নারীর লাশ উদ্ধারের কথা শুনে সেখানে পরিবারের লোকজন যান। সেখানে গিয়ে নিহত নারীর পরিচয় শনাক্ত করেন তাঁরা।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয় ব্যক্তিরা আজ সকালে ধানখেতে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পরিবার এসে মরদেহ শনাক্ত করে। ওই গৃহবধূ ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

নিহত নারীর পরিবারের লোকজন বলছেন, সাহেরা মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। নিহত নারীর লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বর্তমানে মামলা প্রক্রিয়াধীন।