সিলেটে আক্রমণে বৃদ্ধ আহত, মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা

সিলেটের ফেঞ্চুগঞ্জে একজনকে আক্রমণের পর এই মেছো বিড়ালটি পি‌টিয়ে মেরেছেন স্থানীয়রা। বুধবার সকালে
ছ‌বি: প্রথম আলো

সিলেটের ফেঞ্চুগঞ্জে মেছো বিড়ালের আক্রমণে এক বৃদ্ধ আহত হয়েছেন। আজ বুধবার ভোরে ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের ধারণ গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে মেছো বিড়ালটিকে স্থানীয় লোকজন পিটিয়ে মেরে ফেলেছেন। আহত ব্যক্তির নাম মো. লেজু মিয়া (৭০)। তিনি ওই গ্রামের বাসিন্দা। তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লেইছ চৌধুরী বলেন, মেছো বিড়ালের আক্রমণে আহত লেজু মিয়া তাঁর প্রতিবেশী। আজ ভোরে লেজু মিয়া ফজরের নামাজের জন্য ঘর থেকে বের হন। বাড়ি থেকে যাওয়ার পথে গ্রামের টিলা এলাকায় পৌঁছালে একটি মেছো বিড়াল তাঁকে একা পেয়ে কাঁধে কামড় বসিয়েছিল। পরে টেনে টিলার ওপর নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় তাঁর চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে গিয়ে লাঠি দিয়ে পিটিয়ে ছাড়ানোর চেষ্টা করলেও মেছো বিড়ালটি কামড় ছাড়েনি। একপর্যায়ে লোহা মুখে ঢুকিয়ে কামড় ছাড়ানো হয়। ইউপি চেয়ারম্যান আরও বলেন, মারার পর মেছো বিড়ালটির ওজন দেওয়া হয়েছে। সেটির ওজন ছিল ৩২ কেজি।

ইউপি সদস্য জালাল উদ্দিন বলেন, ওই মেছো বিড়ালটি বেশ কয়েক দিন ধরে এলাকায় উৎপাত করছিল। গ্রামের মানুষকে রাতে তাড়া করার ঘটনাও ঘটেছে।

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. রাশেদুল হক বলেন, সকালে মেছো বিড়ালের আঁচড়ে আহত হয়ে এক বৃদ্ধ হাসপাতালে এসেছিলেন। তাঁকে প্রাথমিক চিকিৎসার পর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সিলেট বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা (ওয়াইল্ডলাইফ রেঞ্জার) শহিদুল্লাহ প্রথম আলোকে বলেন, মেছো বিড়াল কোনো কোনো পরিস্থিতিতে মানুষের ওপর আক্রমণ করতে পারে। তবে সেটি পরিস্থিতির ওপর নির্ভর করে। ফেঞ্চুগঞ্জের ঘটনাটি তিনি খোঁজ নিয়ে দেখবেন।