সরকার একের পর এক মানবাধিকার লঙ্ঘন করছে: গয়েশ্বর

গাজীপুরে বিএনপি নেতা আলী আজমের বাড়ি গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানান বিএনপির কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায়সহ অন্য নেতারা। আজ শুক্রবার দুপুরে তোলা
ছবি: প্রথম আলো

গাজীপুরে বিএনপি নেতা আলী আজমকে ডান্ডাবেড়ি পড়ানোর কারণে তিনি তাঁর মায়ের লাশ কবরে নামাতে পারেননি মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এটি চরম মানবাধিকার লঙ্ঘন। এই সরকার একের পর এক মানবাধিকার লঙ্ঘন করছে, যা দেশ-বিদেশে নিন্দনীয় হচ্ছে। এ ঘটনায় এই দেশের জনগণ হিসেবে আমরা লজ্জা পাচ্ছি। এর জন্য বাংলাদেশ দায়ী নয়, বাংলাদেশের জনগণ দায়ী নয়। দায়ী ফ্যাসিবাদী সরকার।

আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে মায়ের জানাজায় নেওয়ার ঘটনায় তাঁর পরিবারকে সমবেদনা জানাতে আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপি কেন্দ্রীয় নেতারা তাঁর বাড়িতে আসেন। এ সময় গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওইসব কথা বলেন। এ সময় তাঁরা আলী আজমের পরিবারকে সমবেদনা জানান এবং তাঁর স্ত্রীর হাতে নগদ অর্থ তুলে দেন।

গ্রেপ্তার আলী আজম বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি। তাঁকে একটি রাজনৈতিক মামলায় ২ ডিসেম্বর গ্রেপ্তার করে পুলিশ। জেলে থাকা অবস্থায় ১৮ ডিসেম্বর তাঁর মা মারা যান। ২০ ডিসেম্বর আলী আজম প্যারোলে মুক্তি পেয়ে হাতকরা ও ডান্ডাবেড়ি পড়া অবস্থায় মায়ের জানাজায় অংশ নিয়ে জানাজার নামাজ পড়ান। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।

গয়েশ্বর চন্দ্র রায় সরকারের কড়া সমালোচনা করে বলেন, ‘আমরা অবৈধ পার্লামেন্টের বিলুপ্তি দাবি করছি। একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচন করার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছি। আমরা আবেদন করছি আপনারা শিগগিরই পদত্যাগ করুন এবং মানুষের ভোটাধিকার ফেরত দিন।’

সারা দেশে বিএনপি নেতা–কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে এর প্রতিবাদে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের কেন্দ্রীয় কর্মসূচিগুলো অত্যন্ত দৃশ্যমান। রাজপথে প্রতিনিয়তই দেখছেন একের পর এক প্রতিবাদ করে যাচ্ছি। আমরা সবাই সমাবেশ করে যাচ্ছি।’ স্বৈরতন্ত্রের শক্তি ও যে অপশক্তিকে ব্যবহার করা হয় সেই অপশক্তিকে উৎখাত করার জন্য আন্দোলন করে যাচ্ছি। যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের মুক্তি কামনা করছি। আমরা এই ধরনের স্বৈরাচারী আচরণের তীব্র নিন্দা জানাই।

পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বোয়ালী ইউনিয়ন বিএনপির সহসভাপতি সফিকুর রহমান। পরিচালনা করেন সাধারণ সম্পাদক অরুণ প্রসাদ মজুমদার। বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী সায়েদুল আলম, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌর মেয়র মুজিবুর রহমান, ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আ. সালাম আজাদ, সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমদ, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি আ ন ম খলিলুর রহমান, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল, কালিকাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসল্লী, কালিয়াকৈর উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবু রায়হান প্রমুখ।

পরে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বিএনপি নেতা আলী আজমের মায়ের কবর জিয়ারত করেন।